Advertisment

West Bengal news updates today: এবার এক ফোনেই হাজির ববি হাকিম, কথা বলুন মেয়রের সঙ্গে

West Bengal news today updates: মেয়রের সঙ্গে কথা বলতে কলকাতা পুরসভায় চালু হল টোল ফ্রি নাম্বার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

West Bengal news today updates: চালু হল কলকাতা পুরসভার টোল ফ্রি নাম্বার

West Bengal news today updates: অভিযোগ জানাতে গেলে এবার আর পুরসভার বাইরে দাঁড়ানোর প্রয়োজন নেই। একটি ফোনেই কথা বলা যাবে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। মেয়রের সঙ্গে কথা বলতে কলকাতা পুরসভায় চালু হল টোল ফ্রি নম্বর। এবার কলকাতা পুর এলাকার অন্তর্গত যে কোনও ওয়ার্ডের সমস্যা জানান যাবে শহরের মহানাগরিককে। মেয়র। প্রতি সপ্তাহের বুধবার বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত যাবতীয় সমস্যার কথা এবং পরামর্শ শুনবেন মেয়র ফিরহাদ হাকিম। এক্ষেত্রে টোল ফ্রি নম্বর হল- ১৮০০৩৪৫১২১৩।

Advertisment

আজ রাজ্যে ধর্মঘটের পথে ওলা, উবেরের ক্যাব চালকেরা। ওলা, উবরের বিভিন্ন নীতির বিরোধিতায় ক্যাব ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাব চালক এবং মালিকেরা। তবে এই সিদ্ধান্তের জেরে নিত্যযাত্রীদের অশেষ দুর্ভোগে পড়তে হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি ওলা, উবরের নীতিগত অসামঞ্জস্যতা নিয়ে রাজ্য পরিবহন দফতরে একাধিকবার দরবার করেও ফল না মেলায় আজকের এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা।উল্লেখ্য, গত সোমবার লিখিতভাবে আয় বৃদ্ধির দাবি জানায় পশ্চিমবঙ্গ ওলা উবের অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন এবং অন্যান্য গাড়িচালকদের গিল্ড। তাঁরা জানান, ৩০ জুনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। অ্যাপ ক্যাব চালকদের অভিযোগ, কম বেতন দেওয়ার পাশাপাশি তাঁদের পরিচয়পত্র আটকে রাখা হয়েছে বেশ কিছু সময় ধরে। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, সংকটে ওলা-উবের পরিষেবা, পাঁচ দিনে দাবি না মিটলে শহর জুড়ে বৃহত্তর আন্দোলনে চালকরা

এদিকে 'অস্বস্তি' তৃণমূলের অন্দরেও। ফের 'মেয়র' পদে শোভন? শোভনের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে নিজের বাড়িতে ডেকে এমনই অনুরোধ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, গত রবিবার, ২৩ জুন বৈশাখীকে নিজের নাকতলার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন পার্থ। প্রায় ঘন্টা তিনেক কথা হয়েছে দু-জনের। শোভন যাতে ফের তৃণমূলের হয়ে সক্রিয় হয়ে ওঠেন, সে বিষয়ে বৈশাখীকে উদ্যোগী হতে অনুরোধ করেন পার্থ। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর সঙ্গে একান্তে বৈঠকও করতে চান তিনি। বিস্তারিত পড়ুন, শোভনকে ফের মেয়রের টিকিট, মন্ত্রী করার প্রস্তাব পার্থর, দাবি বৈশাখীর

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট, Follow the update here:














15:38 (IST)01 Jul 19





















এবার অভিযোগ জানানও যাবে খোদ মেয়রকে

একটি ফোনেই কথা বলা যাবে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। মেয়রের সঙ্গে কথা বলতে কলকাতা পুরসভায় চালু হল টোল ফ্রি নাম্বার। এবার এই পুর এলাকার অন্তর্গত এলাকায় কোনও সমস্যা হলে সরাসরি অভিযোগ জানানো যাবে মেয়র। প্রতি বুধবার করে অভিযোগ জানানো যাবে, দেওয়া যাবে পরামর্শও। টোল ফ্রি নাম্বারটি হল- ১৮০০৩৪৫১২১৩।

14:33 (IST)01 Jul 19





















রাজ্যে ফের তৎপর সিবিআই, চলছে চিটফাণ্ড ধরপাকড়

ফের চিটফান্ড নিয়ে সরব সিবিআই। আজ রাজ্যের একাধিক জায়গায় সিবিআইয়ের কর্তারা বিভিন্ন চিটফান্ডের অফিসে হানা দেয়। আরামবাগ, হুগলী, হাওড়া সহ একাধিক এলাকায় আজ তল্লাশি অভিযান চালায় সিবিআই। এমনকি সেই সব সংস্থার কর্মকর্তাদের বাড়িতেও হানা দেয়। সেখান থেকে বেশ কিছু নথি পত্র পাওয়া গেছে বলে সিবিআই সূত্রের খবর।  

11:30 (IST)01 Jul 19





















ভাঙচুর চালানো হল ধর্মঘট বিরোধী ক্যাবকে, ভোগান্তিতে বহু যাত্রী

ক্যাব না পেয়ে নাকাল নিত্যযাত্রীরা। সেই চিত্রই ভেসে উঠল শহরের একাধিক এলাকায়। শিয়ালদহ স্টেশনে সরকারি গাড়িকে ঘিরেও তৈরি হয় বিক্ষোভ। ধর্মঘটী চালকদের দাবি গাড়িটিও 'ভাড়া করা' তাই  আজকের দিনে কেন মালিকের গাড়ি নিয়ে বেরিয়েছে সেই দাবিতে তাঁরা ঘেরাও করে গাড়িটি। এমনকি একই চিত্র ধরা পড়েছে হাওড়া স্টেশনেও। সেখানেও ক্যাব না পেয়ে ভোগান্তিতে  নিত্যযাত্রীরা।

" id="lbcontentbody">
10:35 (IST)01 Jul 19





















ধর্মঘটে ক্যাব চালকেরা, এক্সপ্রেস ফোটো

আজ ধর্মঘটে নেমেছেন কলকাতার অ্যাপ ক্যাবচালকরা। ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের ডাকেই চলছে ধর্মঘট। ওলা, উবের অ্যাপ কোম্পানিগুলি থেকে ন্যায্য মূল্য না পাওয়া সহ একাধিক দাবি নিয়েই আজ ধর্মঘটের পথে ক্যাব চালকেরা। সূত্রের খবর, যাত্রীদের অসুবিধা যাতে না হয় সেদিকেও নজর দিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন তাঁরা। কিন্তু ইতিমধ্যেই শহরের কয়েকটি জায়গা থেকে ধর্মঘট বিরোধী ক্যাব ভাঙচুরের কথা জানা যাচ্ছে। publive-image

09:31 (IST)01 Jul 19





















শহরের যান চলাচলের হাল হকিকত

" id="lbcontentbody">
08:59 (IST)01 Jul 19





















'ছিটে ফোঁটা' বৃষ্টি আজ শহরে

publive-image

West Bengal news today updates: ইন্দোরের বিজেপি বিধায়ক তথা কৈলাশ-পুত্র আকাশ বিজয়বর্গীয় হাতে প্রহৃত হওয়ার তিন দিন পরও আতঙ্ক কাটছে না ইন্দোর পৌরসভার আধিকারিক ধীরেন্দ্র ব্যাসের। এমনকী পুলিশি নিরাপত্তার দাবিও জানান তিনি। বুধবার কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র হাতে আক্রান্ত হওয়ার পর এই প্রথমবারের জন্য মুখ খুলে ‘সানডে এক্সপ্রেস’কে প্রহৃত আধিকারিক বলেন, “কোনও রকম বাহ্যিক প্রভাবে নয়, স্বতস্ফূর্ত ভাবেই এই ঘটনাটি ঘটিয়েছে কৈলাশ বিজয়বর্গীয় ছেলে”। সবিস্তারে পড়ুন, ‘আমি আতঙ্কিত’, বললেন কৈলাশ-পুত্রের হাতে প্রহৃত পুর আধিকারিক

সবেমাত্র তৃণমূলের টিকিটে ভোটে জিতে সংসদে গিয়েছেন, আর এর মধ্যেই তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনায় সরগরম বাংলার রাজনীতি। তিনি নুসরত জাহান। লোকসভায় শপথ গ্রহণের দিন নুসরতের বেশভূষা নিয়ে বিতর্কের মাঝেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন তুললেন বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ইদ্রিশ আলি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে ইদ্রিশ বলেন, ‘‘অনেকের সন্দেহ হচ্ছে, নুসরত জাহান কি বিজেপিতে যেতে চান? আমার নিজের কথা না, অনেকে বলছেন’’। বিস্তারিত পড়ুন, ‘স্বামীর কথায় নুসরত কি বিজেপিতে যাচ্ছেন?’

tmc bjp west bengal politics Weather Report
Advertisment