Advertisment

West bengal news updates: ভারত বাংলাদেশ সীমান্তে জারি 'লাল সতর্কতা'

West Bengal news today updates: সূত্রের খবর, মালদার বৈষ্ণবনগর থানার শোভাপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে জঙ্গীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

West Bengal news today updates: বাংলাদেশ সীমান্তে জারি জঙ্গি সতর্কতা

West Bengal news today updates: উত্তরবঙ্গের তিন জেলার সীমান্ত জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। সূত্রের খবর, মালদার বৈষ্ণবনগর থানার শোভাপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে জঙ্গীরা। যদিও বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফের নজরদারিতে তা ব্যর্থ হয়। রাতভোর পুলিশ-জঙ্গির গুলির লড়াই উত্তপ্ত ছিল মালদার এই সীমান্তবর্তী এলাকা। অভিযোগ, সেনার গুলিতে নিহত হয় এক জঙ্গী। এরপরই সতর্কতা জারি করা হয় মালদা সীমান্তবর্তী এলাকায়।

Advertisment

অন্যদিকে, আজ বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু সেই বৈঠকে ডাকই পেলেন না খোদ বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এমনিতেই সব্যসাচীর সাম্প্রতিক কিছু বক্তব্যে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। কিন্তু এবার বিদ্যুৎমন্ত্রী তথা তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে ফের দলকে অস্বস্তিতে ফেলেন বিধাননগরের মেয়র। রাজনৈতিক মহলের একাংশের মত আজকের বৈঠকে সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল। এমনকি বিধাননগরের কাউন্সিলাররাও সব্যসাচীর বিরুদ্ধে 'অনাস্থা' প্রস্তাব আনতে পারে সূত্রের খবর। এদিকে সব্যসাচীর উপর বেজায় চটছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর তাই একটা ‘হেস্তনেস্ত করতে’ রবিবার তৃণমূল ভবনে সব্যসাচীকে বাদ দিয়েই বিধাননগরের অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন ববি হাকিম। বিস্তারিত পড়ুন,মুকুলদার সঙ্গে যাওয়ার হলে চলে যা, ‘উদ্ধত’ সব্যসাচীকে বার্তা ববির

প্রসঙ্গত, সল্টলেকে বিদ্যুৎ ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিধাননগরের মেয়র। এমনকী নিজের দলের নেতা তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করে বলেন,‘পাওয়ার মিনিস্ট্রি’র যদি ‘পাওয়ার’ চলে যায় তাহলে মন্ত্রিত্ব থাকবে কী করে”? সবিস্তারে পড়ুন, বিদ্যুৎমন্ত্রীর ‘পাওয়ার’ কেড়ে নেওয়ার হুমকি দিলেন সব্যসাচী

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের লাইভ আপডেট, Follow the updates here:














16:22 (IST)07 Jul 19





















দক্ষিণ কলকাতার পুজো হিন্দুস্থান পার্ক সার্বজনীনের খুঁটিপুজোয় সামিল টেলি তারকারা

রথযাত্রা থেকেই শুরু হয়ে যায় বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব, শারদোৎসবের আয়োজন। জগন্নাথদেবের রথে আরোহণের দিন থেকেই বাংলার পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে খুঁটিপুজো। কলকাতার বেশ কিছু ক্লাবে ইতিমধ্য়েই সারা হয়ে গিয়েছে খুঁটিপুজো। দক্ষিণ কলকাতার পুজো হিন্দুস্থান পার্ক সার্বজনীনের খুঁটিপুজো উৎসব সম্পন্ন হল রবিবার ৭ জুলাই সকালে। উদ্য়োক্তাদের আমন্ত্রণে এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন বাংলার বিনোদন জগতের বহু তারকা। টেলি-তারকা রিজওয়ান রব্বানি শেখ ও জয়ী দেবরায়, জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী ছাড়াও খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবণী সেন ও ডিজাইনার অভিষেক রায়।

14:25 (IST)07 Jul 19





















জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে জারি সতর্কতা

উত্তরবঙ্গের তিন জেলার সীমান্ত জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। সূত্রের খবর, মালদার বৈষ্ণবনগর থানার শোভাপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে জঙ্গীরা। যদিও বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফের নজরদারিতে তা ব্যর্থ হয়। রাতভোর পুলিশ-জঙ্গির গুলির লড়াই উত্তপ্ত ছিল মালদার এই সীমান্তবর্তী এলাকা। অভিযোগ, সেনার গুলিতে নিহত হয় এক জঙ্গী । এরপরই সতর্কতা জারি করা হয় মালদা সীমানবর্তী এলাকায়। উল্লেখ্য, মালদা শোভাপুর সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাখের আলী এলাকা থেকে বিপুল পরিমানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মনে করা হচ্ছে, নদী দিয়েই অস্ত্র পাচার করে ভারতে প্রবেশ করার চেষ্টা করে জঙ্গিরা। এই ঘটনায় সন্দেহের তীর বাংলাদেশের জামাতি জঙ্গি গোষ্ঠী জেএমবির দিকে। অন্যদিকে, গুলিবিদ্ধ জঙ্গীর খোঁজে গঙ্গা নদীর চর ঘিরে রেখেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফের জওয়ানরা।

13:10 (IST)07 Jul 19





















রবিবার শহরের কোথায় কোথায় ব্যাহত হতে পারে যান চলাচল

10:39 (IST)07 Jul 19





















বিধাননগরের মেয়রের উপর চটেছেন কলকাতার মেয়র

সব্যসাচীর উপর বেজায় চটছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর তাই একটা ‘হেস্তনেস্ত করতে’ রবিবার তৃণমূল ভবনে সব্যসাচীকে বাদ দিয়ে বিধাননগরের অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন ববি হাকিম। মেয়রকে বাদ দিয়ে ফিরহাদের ডাকা এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। তাহলে কি এবার সব্যসাচীকে ‘সবক শেখাবে’ তৃণমূল? বিবারের বৈঠক প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, ‘‘সব্যসাচী এমন কার্যকলাপ করছে যে বাকি কাউন্সিলরদের মতামত নেওয়ার জন্য তৃণমূল ভবনে বৈঠক ডেকেছি। ও খুব অন্যায় করেছে। পর পর এসব করে যাচ্ছে। দলের একটা শৃঙ্খলা আছে। যা ইচ্ছা তাই করে যাচ্ছে। ও আমার অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু আমি ওর ওপর অত্যন্ত ক্ষুদ্ধ"। সবিস্তারে পড়ুন, মুকুলদার সঙ্গে যাওয়ার হলে চলে যা, ‘উদ্ধত’ সব্যসাচীকে বার্তা ববির

09:08 (IST)07 Jul 19





















সব্যসাচীর চ্যালেঞ্জের কী জবাব দিল তাঁর দল?

সল্টলেকে বিদ্যুৎভবনের কর্মীদের সমাবেশে এসে দলবিরোধী মন্তব্য করে তৃণমূল নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দলে তাঁর গুরুত্ব কমিয়ে দেওয়ার ব্যবস্থা করল তৃণমূল। রবিবার তৃণমূল ভবনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধাননগর কাউন্সিলারদের নিয়ে যে বৈঠকে ডেকেছেন, তাতেও ডাক পাননি তিনি। রাজনৈতিক মহলের গুঞ্জন, এ বার হয়ত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল। সেই কারণেই বিধাননগরের কাউন্সিলরদের ডাকা হলেও, তাঁকে আমন্ত্রণ না করে বুঝিয়ে দেওয়া হল, দলকে বিপাকে ফেলে কোনও মন্তব্য করলে, তা বরদাস্ত করা হবে না দলের তরফে।

West Bengal news today updates: টলিপাড়ায় আন্দোলনের আবহাওয়া একটু একটু করে উত্তপ্ত হচ্ছে। আগামী সোমবার পাওয়া যাবে তার প্রথম আঁচ। উত্তমকুমারের মূর্তির পাদদেশ থেকে একটি পদযাত্রার ডাক দিয়েছে ইআইএমপিসিসি। টলিপাড়ায় এটাই হবে বিজেপি-সমর্থিত সংগঠনের প্রথম অগ্নিপরীক্ষা। বড়পর্দা, ছোটপর্দা ও সংস্কৃতি জগতের কোন কোন শিল্পী-কলাকুশলী এই সংগঠনের ছত্রছায়ায় আসতে চাইছেন, তা প্রকাশ্যে দেখা যাবে সোমবার। বিস্তারিত পড়ুন, টালিগঞ্জের শিল্পী-কলাকুশলীদের পথে নামার ডাক সোমবার
tmc bjp Mamata Banerjee weather west bengal politics
Advertisment