West Bengal news today updates বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক সুনীল সিং। সুনীল ছাড়াও গারুলিয়া পুরসভায় ১২ জন তৃণমমূল কাউন্সিলরও এদিন পদ্ম পতাকা হাতে তুলে নিলেন। রবিবার দিল্লি পৌঁছেছিলেন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক তথা অর্জুন-ভগ্নিপতি সুনীল সিং। সম্প্রতি নৈহাটির সভা থেকে সুনীলকে তৃণমূল সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন স্বয়ং মমতা। তারপরই সুনীলের এই জার্সি বদলের সম্ভবনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই।
আরও পড়ুন- তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার জন্য সময় বেঁধে দিলেন মমতা
অর্জুন সিংয়ের ভগ্নীপতির দলবদল ঘিরে তৃণমূলের অন্দরে জল্পনা ছিলই। এবার সেই জল্পনায় দাঁড়ি পড়ল। অনেকেই মনে করছেন, এক বিধায়কের পাশাপাশি এবার গারুলিয়া পুরসভাও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে গারুলিয়ায় ২১ কাউন্সিলর রয়েছেন। এঁদের মধ্যে থেকে ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলে সেখানেও সংখ্যাগরিষ্ঠতা হারাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
উল্লেখ্য, তৃণমূলে ভাঙন এখন কার্যত নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজেপির যে যোগদান মেলা আয়োজিত হচ্ছে, সেখানে পদ্ম পতাকা হাতে তুলে নেওয়া অধিকাংশ ছোট-বড় নেতাই তৃণমূল থেকে আসা। নৈহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভার পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান সুদামা রায়। বিজেপি নেতা মুকুল রায়, সাংসদ অর্জুন সিং, সাংসদ শান্তনু ঠাকুরদের উপস্থিতিতে পদ্ম পাতাকা হাতে তুলে নেন সুদামা। এমনকি, রানাঘাট ও হরিণঘাটা পুরসভার অধিকাংশ কাউন্সিলরও যোগ দেন পদ্ম পার্টিতে। উল্লেখ্য, শুক্রবার কাঁচরাপাড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সংগঠনকে মজবুত করার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, তাঁর সেই বার্তার পরও দল বদলের এই হিড়িক রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সবিস্তারে পড়ুন, তৃণমূলে ফের ভাঙন! বিজেপিতে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান
এদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জন্য এখনই সুখবর নেই। আজ শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলে বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা। আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩%, নূন্যতম ৪৮%। হাওয়া আলিপুর সূত্রে আরও খবর, আজ বিকেলের দিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবিস্তারে পড়ুন, সুখবর, বর্ষা আসছে বাংলায়
জল্পনার অবসান! তৃণমূল ছেড়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন অর্জুন সিংয়ের ভগ্নীপতি অথা একদা তৃণমূল বিধায়ক সুনীল সিং। এদিন সুনীলের পাশাপাশি নোয়াপাড়ার ১২ জন কাউন্সিলাররাও ঘাসফুল শিবির ছেড়ে পদ্মপতাকা হাতে তুলে নেন। দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়দের উপস্থিতিতেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন সুনীল সিং সহ ১২ জন কাউন্সিলার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় তাঁকে ‘বহিরাগত’ তকমা দিয়েছেন। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, তাঁর রাজনৈতিক পরিচয় খুঁজে বের করার জন্য। মমতার তোপের মুখে পড়া ওই ডাক্তার দীপক গিরির পাল্টা কটাক্ষ, “একজন ডাক্তার হয়ে আমি যদি নীলরতন সরকার হাসপাতালে বহিরাগত হই, তাহলে সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনে অংশ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলা হবে?” সবিস্তারে পড়ুন মুখ্যমন্ত্রীও সিঙ্গুরে বহিরাগত ছিলেন