scorecardresearch

ঝাঁঝালো রোদে এমাসেই তাপপ্রবাহের আশঙ্কা! ‘হট’ লিস্টে কোন কোন জেলা?

দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়েও চর্চার শেষ নেই।

west bengal weather forecast 5 june 2023
ভীষণ গরমে জ্বলে পুড়ে খাক দশা রাজ্য়ের প্রায় সর্বত্র।

আগামী মঙ্গলবারই দোল উৎসব। দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়ে চর্চার শেষ নেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এবছরের দোল অন্য অনেকবারের চেয়েই বেশ উষ্ণতম হতে চলেছে। অর্থাৎ দোলের দিন ভালোমতো গরম টের পাওয়া যাবে। আগামী সপ্তাহেই রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

এবছর গোটা শীতকালে বৃষ্টির দেখা মেলেনি। ভরা বসন্তে এখনও পর্যন্ত সহায় হননি বরুণদেব! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতাতেও। বরং আগামী কয়েকদিনে মহানগরীর দিনের তাপমাত্রা আরও বেড়ে যাবে। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে আগামী দু’দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- অনুব্রতর গড়ে সক্রিয় পিকে-র লোক! সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ

তবে গরম যে বেশ বাড়বে তার আশঙ্কা কিন্তু রয়েছে। চলতি মাসেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সূর্যের প্রখর রোদে তাপপ্রবাহের পরিস্থিত তৈরির আশঙ্কা রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে চাঁদিফাটা রোদে হাঁসফাঁস দশা হওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের পরিস্থিতি এমন থাকলেও উত্তরে কিন্তু ভিন্ন ছবি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় বিশেষ বদল চোখে পড়বে না। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal kolkata holi weather update 5 march 2023