পুজোর মুখে ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা। আজ থেকেই নিম্নচাপের জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ থেকে শুরু করে দিন তিনেক একই আবহাওয়া থাকবে। পুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। তার আগে উইকেন্ডের জমিয়ে শপিং প্ল্যান ভেস্তে দিতে পারে অসুর বৃষ্টি।
ফের ভারী বৃষ্টির ভ্রুকূটি বঙ্গে। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বেলা গড়ালেই আবহাওয়ার পরিস্থিতর আমূল বদলের সম্ভাবনা। ঝেঁপে বৃষ্টি নামবে জেলায়-জেলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। তারই জেরে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণতে হয়েছে। যার জেরে শনিবার রাজ্যের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও এর রেশ চলবে। রবিবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে।
আরও পড়ুন- আনিস খানের ভাইকে খুনের চেষ্টা, বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ
এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। এদিকে, বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে ফের এক দফায় মৎস্যজীবীদের জন্য দেওয়া হয়েছে সতর্কবার্তা। আজ অর্থাৎ ১০ তারিখ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- চৈতন্যের আগে থেকে জাগ্রত মুক্তকেশীর পীঠে সাধনা করতেন সিদ্ধপুরুষরা, পুজো করেছেন রামকৃষ্ণও
মোটের উপর এবছর বর্ষায় বঙ্গে কৃপণ বরুণদেব! উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই এবার বর্ষার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। মাঝে-কয়েকটি নিম্নচাপে আশার আলো দেখা গেলেও বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি। শুধু পশ্চিমবঙ্গই নয়। বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যেই এবার বর্ষার বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।