ভরা ভাদ্রে বৃষ্টি-ভোগান্তির এখানেই শেষ নয়! সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ষোলোআনা। তা হলে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের একবার প্রবল দুর্যোগ নেমে আসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুজোর আগে অসুর-রূপী এই বৃষ্টিতে ফের একবার বিপত্তি বাড়তে পারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের। দুর্যোগের কোপ পড়তে পারে পুজামণ্ডপ তৈরির কাজেও।
দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। পাড়ায়-পাড়ায় পুজোমণ্ডপ তৈরির ব্যস্ততা তুঙ্গে। সেই সঙ্গে চলছে পুজোর শপিং। করোনার আঁধার কাটিয়ে ফের একবার জমিয়ে চলছে পুজোর ব্যবসা। এরই মধ্যে মাঝেমধ্যেই নাছোড় বৃষ্টিতে বাড়ছে সমস্যা। দিন কয়েক পরে নিম্নচাপের গেরো কাটতেই শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্র্যজ্বল আকাশ দেখা যাচ্ছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতিও দিন কয়েকেই বদলে যাওয়ার আশঙ্কা। অন্তত এখনও পর্যন্ত আবহাওওয়ার গতি-প্রকৃতি দেখে এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- ট্রায়াল রান শেষ, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু কবে থেকে?
বঙ্গোপসাগরে সপ্তাহের শেষেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিলে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের এক দফায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দু'দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাঝেমধ্যে দু'এক পশলা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদল চোখে পড়বে আগামী রবিবার থেকে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। ইতিমধ্যেই বৃষ্টির জেরে দুর্গামণ্ডপ তৈরির কাজ অনেকাংশে ব্যাহত হয়েছে। শুক্রবার থেকে রৌদ্র্যজ্বল আবহাওয়ার জেরে ক্ষণিকের স্বস্তি ফিরে পেয়েছিলেন পুজো উদ্যোক্তারা। তবে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটিতে ফের একবার চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালে।