কালীপুজো-ভাইফোঁটা শেষ হতেই শীত-শীত ভাবের শুরুটা হয়ে গিয়েছিল। এবার শনিবার রেকর্ড পারদ পতন শহর কলকাতায়। একধাক্কায় ২০ ডিগ্রির নীচে নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রা। তথ্য বলছে, গত ১০ বছরে এই প্রথম অক্টোবর শেষেই কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে।
তবে কী দুয়ারে দাঁড়িয়ে জাঁকিয়ে শীত? উত্তরটা এখনও স্পষ্ট না হলেও ইঙ্গিতটা কিন্তু রয়েছে। অক্টোবর মাসের শেষ দিকেই শহর কলকাতার পারদ নেমে গিয়েছে ২০-এর নীচে। গত কয়েকদিনই ভোরের দিকে শীতের আমেজ মিলছে। এছাড়াও সন্ধের পর থেকেও শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। উত্তুরে হাওয়া ক্রমেই যেন গতি পাচ্ছে বঙ্গে। সন্ধের পর থেকেই মফস্বল-সহ গ্রামীণ এলাকাগুলিতে কুয়াশার দাপট চোখে পড়ছে। শিশিরে ভিজছে মাঠ-ঘাট। সব মিলিয়ে আর কিছুদিনের মধ্যেই বঙ্গে জাঁকিয়ে শীতের একটা সম্ভাবনা অন্তত তৈরি হয়েছে, এমনই অনুমান আবহাওয়াবিদদের।
আরও পড়ুন- স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, টুইটে নিজেই জানালেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্তত অক্টোবর শেষে আবহাওয়ার এই পরিস্থিতিতে এসি চালানোর দিন আপাতত শেষ। এমনকী মাথার উপর ঘোরা ফ্যানের স্পিডেরও নিয়ন্ত্রণ শুরু ঘরে-ঘরে। তথ্য বলছে, এ মরশুমে শনিবারকেই শীতলতম দিন হিসেবে ধরা হচ্ছে। সব মিলিয়ে সপ্তাহ শেষে ভালোরকম ঠাণ্ডার অনুভূতিই মিলতে পারে রাজ্যজুড়ে।
শুধু কলকাতাই নয়, জেলাগুলিতেও শীতের অনুভূতি বেড়েছে। তথ্য বলছে, আজ শিল্পনগরী আসনসোলের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে ১৮, বাঁকুড়া ১৭.৯, কোচবিহার ১৭.৯, জলপাইগুড়িতে ১৭.৫ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা আজ ২০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ভরা হেমন্তে উত্তুরে হাওয়ার হাত ধরেই গুটিগুটি পায়ে বঙ্গে ঘাটি গেড়ে বসছে শীত।