West Bengal Today News Update: রথযাত্রার দিন অর্থাৎ ২৩ মে খুলতে চলছে তারাপীঠ মন্দির। নিয়ম এবং স্বাস্থ্য বিধি মেনেই মন্দির খোলা হবে। অন্যদিকে শনিবার কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটল কলকাতায়। এদিকে গভীর রাতে ধস নামল পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোড়ার জামবাদ এলাকায়। গড়িয়া শ্মশানে আঁকশি দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার ভিডিও প্রসঙ্গে ফের একবার ওই ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চাইলেন রাজ্যপাল। আজ রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরগুলি পড়ুন এক এক করে...
দূর থেকেই দেবীদর্শন, রথের দিন খুলছে তারাপীঠ মন্দির
করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে তিনমাস বন্ধ ছিল মন্দির। পরবর্তীতে মুখ্যমন্ত্রী ধর্মীয় স্থানগুলিতে আনলক বিধি চালু করলেও খোলেনি তারাপীঠ মন্দির। অবশেষে রথযাত্রার দিন অর্থাৎ ২৩ মে খুলতে চলছে তারাপীঠ মন্দির।
* বেশ কিছু নিয়ম এবং স্বাস্থ্য বিধি মেনেই মন্দির খোলা হবে।
* কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে এখনই মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা।
* সামাজিক দূরত্ব বজায় রেখেই মন্দিরে পুজো দিতে হবে। বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে।
* মন্দির কমিটির থেকে জানান হয় যে সমস্ত সেবাইতের সঙ্গে কথা বলে রথের দিনে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
* ইতিমধ্যেই তিনটি স্যানিটাইজেশন টানেল বসানো হয়েছে মন্দির প্রাঙ্গনে।
* এমনকী এ বছর মন্দিরে রথযাত্রাও পালন হবে না বলেই জানান হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
বাংলার অন্যান্য খবরগুলি পড়তে থাকুন নীচে
সম্পর্কের জটিলতা, তরুণীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন
সাত সকালেই বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটল কলকাতায়। গুলিবিদ্ধ প্রিয়ঙ্কা পুরকাইতকে (২০) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়াঙ্কা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লীতে।
গুলির শব্দেই এদিন সকালে এলাকার বাসিন্দাদের ঘুম ভাঙে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে পাশের পাড়ার জয়ন্ত হালদারের সঙ্গে প্রিয়াঙ্কার প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাইছিল। সম্ভবত এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠে জয়ন্ত।
স্থানীয়রা জানিয়েছে, জয়ন্ত বিবাহিত। তাঁর স্ত্রী অন্তঃস্বত্ত্বা। বাড়িতে ঢুকে ওই তরুণীকে গুলি করার ঘটনা খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
গণশক্তিকে ক্ষমা চাইতে হবে: বিজেপির মহিলা মোর্চা
অন্ডালের কোলিয়ারিতে ধস, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, আটকে এক মহিলা
গভীর রাতে ধস নামল পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোড়ার জামবাদ এলাকায়। জানা গিয়েছে ইসিএলের পরিত্যক্ত আবাসনে হঠাৎই এই ধসের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি এই ধসের জেরে তলিয়ে যায় এক মহিলা-সহ পাঁচটি বাড়ি। স্থানীয় সূত্রে খবর ধসের নিচে আটকে রয়েছেন এক মহিলা।
*এই ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকলবাহিনী।
* সূত্রের খবর, ইসিএল অনেকদিন আগেই এই আবাসনগুলিকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছিল।
* যদিও স্থানীয়দের মত, এই জায়গা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া উচিত ছিল ইসিএল-এর। এমনকী পুনর্বাসন দেওয়ার কথা হলেও তা দেওয়া হয়নি বলেই অভিযোগ করা হয়।
* আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
বাংলার অন্যান্য খবরগুলি পড়তে থাকুন নীচে
ফের লাশের হদিশ জানতে চাইলেন ধনকড়
গড়িয়া শ্মশানে আঁকশি দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার ভিডিও প্রসঙ্গে ফের একবার ওই ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চাইলেন রাজ্যপাল। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে সেদিনের ঘটনার বিষয়ে তথ্য চেয়েছেন ধনকড়।
* মুখ্যমন্ত্রীকে দেওয়া রাজ্যপালের চিঠিতে উল্লেখ, ‘এটা দুর্ভাগ্যজনক যে নানা কৌশলে বলা হল শ্মশানের ১৪টি দেহ কোভিড আক্রান্তদের নয়।
* 'কলকাতা পুরনিগমের সব আইন লঙ্ঘিত হয়েছে। শ্মশানে মরদেহের প্রতি কতটা পবিত্রতা রেখে আচার পালিত হয়ে থাকে সে সম্পর্কে আমরা সবাই অবগত।’
* এর আগে গড়িয়া শ্মশানকাণ্ড নিয়ে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
* পরবর্তীতে রাজ্যপালকে নিশানা করে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়, ‘পশ্চিমবঙ্গ সরকার মৃতদেহের সম্মান করতে জানে। সে কারণে করোনা পরিস্থিতিতে স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন