Kolkata Weather Today: বিদায়বেলায় জমাটি ইনিংস শীতের! আরও নামবে তাপমাত্রা? বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

IMD Weather Forecast Update: দিন কয়েক আগেই হুড়মুড়িয়ে পারদ পতনে রাজ্যজুড়ে শীতের আমেজ জোরালো হয়েছে। সপ্তাহের প্রথম দিনেও ঠান্ডার মেজাজ সর্বত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: শহর থেকে জেলা, সর্বত্র শীতের আমেজ।

IMD Weather Update Today February 10: শেষবেলায় 'খেল' দেখাচ্ছে শীত। তাপমাত্রার পতনে জেলায়-জেলায় ঠান্ডার অনুভূতি। সপ্তাহের প্রথম দিনে শহর থেকে জেলা সর্বোচ্চ শীতের দারুণ মেজাজ। তাপমাত্রা এবার আরও নামবে? শীতের পাকাপাকি বিদায় কবে? এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গ জুড়ে শীতের মেজাজ সপ্তাহের প্রথম দিনে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দুই ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফিকে হতে শুরু করবে শীতের আমেজ। এভাবে চলচে চলতে চলতি সপ্তাহের শেষ দিকেই এই মরশুমের মতো শীত পাকাপাকিভাবে বিদায় নিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু অংশে। কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায়।

আরও পড়ুন- Jyotipriya Mullick: ফের অ্যাকশনে বালু, ১৫ মাস পর হাবরায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও সপ্তাহের প্রথম দিনে শীতের আমেজ ভরপুর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। তবে এবার কলকাতা শহরেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। বিদায় নেবে শীত।

আরও পড়ুন- Malda News: রীতি ভেঙে ব্যতিক্রমী প্রচেষ্টা, ৯ বছরের মেয়ের পৈতের আয়োজন ব্রাহ্মণ পরিবারের

শীতের বিদায় কবে?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার পর্যন্ত শীতের মেজাজ থাকলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যেই একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষ দিক থেকে শীত এবারের মতো বিদায় নিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

weather Bengali News Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bangla News Bengali News Today Bengal Weather Forecast Kolkata Weather