কানাডায় দুটি প্রশিক্ষণকারী বিমানের সংঘর্ষে একজন ভারতীয় বংশোদ্ভূত ছাত্র পাইলট নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ম্যানিটোবাতে - হার্ভস এয়ার পাইলট স্কুলের ব্যবহৃত রানওয়ে থেকে প্রায় ৪০০ মিটার দূরে। মারাত্মক ওই দুর্ঘটনায় কেরালার বাসিন্দা শ্রীহরি সুকেশ এবং তার সহপাঠী সাভানা মে রয়েস নিহত হয়েছেন। তাঁরা তাঁদের বিমানটি অবতরণের চেষ্টা করছিলেন। সেই সময় ঘটে যায় ভয়াবহ ওই দুর্ঘটনা।
ভারতীয় দূতাবাসের তরফে এক্স পোস্টে এই দুর্ঘটনা প্রসঙ্গে লেখা হয়েছে, “আমরা শ্রীহরি সুকেশের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। যিনি ম্যানিটোবার স্টেইনবাখের কাছে মাঝ আকাশে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কনস্যুলেট শোকাহত পরিবার, পাইলট প্রশিক্ষণ স্কুল এবং স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করছে যাতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা যায়।”
আরও পড়ুন- Death Sentence:নাবালিকাকে ধর্ষণ করে খুন, দোষী ৩ জনের ফাঁসির আদেশ পকসো আদালতের
প্রতিবেদন অনুযায়ী, তারা দুটি একক ইঞ্জিনের বিমান চালাচ্ছিলেন এবং একই সঙ্গে অবতরণের চেষ্টা করার সময় তাদের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। বিমানগুলিতে পরে আগুন ধরে যায় এবং বিমান স্ট্রিপের প্রায় ৪০০ মিটার দূরে বিধ্বস্ত হয়। রয়েস তার ব্যক্তিগত পাইলট লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। অন্যদিকে, কেরালার বাসিন্দা শ্রীহরি তার বাণিজ্যিক সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থলেই তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন- West Bengal News Live updates: 'কোনও ভয় নেই, কাশ্মীরে যান', ওমর আবদুল্লাকে পাশে নিয়ে আবেদন মমতার