Advertisment

Kolkata Weather Today: শীতের বিদায়বেলাতেও বৃষ্টির ভ্রুকুটি! সরস্বতী পুজোয় দুর্যোগ-শঙ্কা কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: চলতি শীতের মরশুমে উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের পরশ মিলেছে। দার্জিলিঙে কয়েক দফায় তুষারপাতে জমিয়ে মজা করেছেন পর্যটকরা। জমাটি ঠান্ডায় উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কয়েকটি স্পেলে এবার ব্যাট করেছে শীত। পশ্চিমের জেলাগুলির পারদ টানা ১০-এর নীচে থেকেছে। এমনকী পুরুলিয়ার শীত পাল্লা দিয়েছে পড়শি রাজ্য সিকিমের সঙ্গে। তবে গোটা শীতের মরশুমে এবার বারবার বৃষ্টির মুখ দেখেছে বাংলা। এবার শীতের বিদায়লগ্নেও ফের একবার সেই বৃষ্টিরই ভ্রুকুটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

IMD Weather Update Today February 12: কাউন্টডাউন স্টার্ট! শীতের বিদায়বেলা শুরু। আজ সেমাবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। ঠান্ডার রেশ কমে উষ্ণতা বাড়বে। মোটের পর এই মরশুমের মতো বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত (Winter)। তবে শীতের বিদায়বেলাতেও ফের একবার বৃষ্টির ভ্রুকুটি। কবে কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? সরস্বতী পুজো-ভ্যালেন্টাইন্স ডে-র আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি? আবহাওয়া একেবারে লেটেস্ট আপডেট (Weather Update) জেনে নিন।

Advertisment

এবার শীতের গোটা মরশুমেই দফায় দফায় বৃষ্টির (Rainfall) মুখ দেখেছে বাংলা। শহর কলকাতার (Kolkata) পাশাপাশি বৃষ্টি হয়েছে রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। এবার শীতের বিদায় নেওয়ার পালা। তাপমাত্রার পারদও ধীরে ধীরে চড়তে শুরু করবে। এই পর্বেও ফের একবার বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের দাপট দেখা গিয়েছে। তবে সোমবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ধীরে ধীরে পারদ চড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। মঙ্গলবার ও বুধবার সরস্বতী পুজো (Saraswati Puja) এবং ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)-র দিনে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন- Jaldapara: এগল্প সিনেমাকেও যেন হার মানাবে! সঙ্গিনীর মন পেতে ‘রোমিও মুডে’ লঙ্কাকাণ্ড দাঁতালের

কলকাতার আবহাওয়ার আপডেট…(Kolkata Weather Update)

শহর কলকাতার পারদও চড়ছে। কলকাতায় আপাতত সোমবার সকাল-সন্ধে শীতের হালকা আমেজ থাকবে। কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। নতুন করে তিলোত্তমা মহানগরীতে পারদ পতনের সম্ভাবনাও নেই। মোটের উপর এবারের মতো কলকাতা থেকেও শীতের বিদায় সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুন- Rajya Sabha Election 2024: রাজ্যসভার ভোটে তুখোড় স্ট্রোক মমতার, ছেঁটে ফেললেন ৩ জনকে, বদলে নজরকাড়া নতুন মুখ!

উত্তরবঙ্গের আবহাওয়ার টাটকা খবর…

উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় জাঁকিয়ে শীত রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে (Darjeeling) ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন কুয়াশার (Fog) দাপট থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। দুই দিনাজপুর ও মালদা জেলায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে।

West Bengal weather update weather today Saraswati Puja Rainfall in Bengal Weather Forecast
Advertisment