IMD Weather Update Today March 14: ভরা বসন্তে (Spring) ফের একবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। দক্ষিণে এই পর্বে দুর্যোগের পালা কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
ফের একবার দুর্যোগের কালো মেঘ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টির (Rainfall) সম্ভাবনা বেড়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে পারে। এই পর্বে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আগামিকাল অর্থাৎ, শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে শনিবার ও আগামী রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই পর্বে আগামিকাল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেনে নিন কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা শহরে মেঘলা আকাশ। আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী শনিবারেও কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
আরও পড়ুন- Lakshmir Bhandar: লক্ষ্ণীর ভাণ্ডার এবার তিনগুণ! কবে থেকে? মহা প্রতিশ্রুতি শুভেন্দুর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত বরুণদেবের নজর পড়ছে না উত্তরবঙ্গে (North Bengal)। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও আগামী দিন কয়েক মনোরম আবহাওয়া (Weather) থাকবে। দুরন্ত আবহাওয়ায় খোশ মেজাজে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের (Tourists) দল।