/indian-express-bangla/media/media_files/2025/02/27/mo1cRLWzswZTq3HW21sS.jpg)
Bengal Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
IMD Weather Update Today April 17: ভ্যাপসা গরম থেকে ভরপুর স্বস্তি মিলতে পারে আজই। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি প্রবল ঝড়ের পূর্বাভাস আজ। শুধু দক্ষিণবঙ্গেই নয়, ঝড়-জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসবই জানুন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এই ঝড়-জলের জেরে ভ্যাপসা গরমের হাত থেকে থেকে মিলবে স্বস্তি।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও অসহনীয় গরমের পরিবেশ নেই। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকছে। তবে বেলা বাড়লে সূর্যের তেজ বাড়লে গরমের অস্বস্তি বাড়ছে। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে কলকাতায় এখনই অসহনীয় গরমের পরিস্থিতি তৈরি হবে না। বরং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতেও।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় দমকা হাওয়ার দাপট থাকতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হইতে পারে ঝোড়ো হাওয়া।