Advertisment

Kolkata Weather Today: ব্রেক কষল ঠান্ডা! জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ শেষেই শীতের জমাটি স্পেল শুরু?

IMD Weather Forecast Update: এমরশুমে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঠান্ডার মারকাটারি ফিলিংস মিলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট শুরু থেকে বেশি ছিল। তবে ডিসেম্বর মাসে একটানা দিন দশেক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সুপার ইনিসিং খেলেছে শীত। যদিও বড়দিনের আগেই শীতের সেই ব্যাটিং গতি মন্থর হয়ে পড়ে। পরবর্তী সময়ে চলতি মাসেও সবেমাত্র শেষ হল শীতের সেকেন্ড স্পেল। এবার শীত-বিদায়ের পর্ব সামনেই। তার আগেও কি থার্ড স্পেলে বাংলা কাঁপিয়ে যাবে ঠান্ডা?

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: শীতের কামড় বেশ আলগা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today January 18: ভরা মাঘে ফের আবহাওয়ায় বড় বদল। একধাক্কায় পারদ চড়ল অনেকটাই। শহর থেকে জেলা, শীতের কামড় বেশ আলগা। ভরা মাঘে ফের বৃষ্টি-শঙ্কা ঘুম কেড়েছে কৃষকদের। আজ-কাল-পরশু রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি শেষেই কি ঠান্ডার থার্ড স্পেল শুরু? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

গত কয়েকদিন হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে রাতারাতি যেন শীতের (Winter) সেই তীব্র কামড় উধাও। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ক। এরই পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। উত্তুরে হাওয়া হাত গুটিয়ে নেওয়ায় বঙ্গে পূবালি হাওয়ার দাপট বাড়ছে।

তারই জেরে আবহাওয়ায় (Weather) এই বদল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজকের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আজ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

ঠান্ডা হাড় কাঁপাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফের একবার দার্জিলিঙের (Darjeeling) উঁচু এলাকাগুলিতে তুষারপাতের (Snowfall) জেরালো সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পাহাড়নগরীতে রয়েছে বৃষ্টির সম্ভাবন রয়েছে। দার্জিলিঙে শূন্যের নীচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন- Ram Temple: অপার ভক্তিতে সীমাহীন শ্রীরাম উন্মাদনা! অভুতপূর্ব উদ্যোগে অযোধ্যাকেও টেক্কা বাংলার

কলকাতার আবহাওয়ার আপডেট…

শহর কলকাতায় (Kolkata Weather) ফের বৃষ্টির সম্ভবনা। বৃহস্পতিবার কলকাতা (Kolkata) শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহানগরীতে শীতের দাপট কমবে। চড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চারদিনে তাপমাত্রা ফের বাড়তে শুরু পরবে। তবে তারপরে ঠান্ডার কামব্যাক নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।

winter weather update Rainfall in Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment