Advertisment

Premium: শ্রীরামকে অভূতপূর্ব শ্রদ্ধার্ঘ্য! 'ভারতশ্রেষ্ঠ' কীর্তির অসামান্য নজির গড়ে দৃষ্টান্ত বাংলার

Ayodhya Ram Temple: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আবহে উন্মাদনা তুঙ্গে গোটা দেশজুড়ে! বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে রাম মন্দির উদ্বোধনের আবহে নজরকাড়া বেশ কিছু কর্মসূচি নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এরাজ্যেও বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে RSS, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলিও নানা কর্মসূচি পালন করছে। শ্রী রামকে শ্রদ্ধায় খাস কলকাতায় অভূতপূর্ব কীর্তি গড়ে নয়া নিজর তৈরি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। যা ঘিরে চর্চার শেষ নেই।

author-image
Joyprakash Das
New Update
Ayodhya, Ram Mandir, Pradeep, West Bengal, VHP, অযোধ্যা রাম মন্দির বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি, প্রদীপ

Ram Mandir: রাত পোহালেই রাম মন্দিরের উদ্বোধন। অভূতপূর্ব উদ্যোগ হিন্দুত্ববাদী সংগঠনের।

Giant Pradeep For Ram Puja: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এরাজ্যেও উন্মাদনা তুঙ্গে। এবার দেশের সব থেকে বড় প্রদীপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে উত্তর ২৪ পরগনার পনিহাটী সনাতন মঞ্চ। উদ্যোক্তাদের দাবি, এই প্রদীপ লম্বায় আগের সমস্ত প্রদীপকে পিছনে ফেলে দেবে। অমরবাতী মোড়ে পানিহাটী আশ্রমের মাঠে ১৮ জানুয়ারি থেকে এই প্রদীপের প্রদর্শন শুরু হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন প্রজ্জ্বলন করা হবে দীর্ঘাকায় এই প্রদীপ।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এই প্রদীপ নির্মাণ করা হয়েছে। পানিহাটী সনাতন মঞ্চের কর্ণধার জয় সাহা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'আমরা মনে করছি এটা বিশ্বের সর্ববৃহৎ প্রদীপ। এর আগে অসমে ৮ ফুট, রাউরকেল্লায় ১২ ফুটের প্রদীপের কথা শুনেছি। আমাদের এখানে এই প্রদীপ লম্বায় ১৪ ফুট।'

আরও পড়ুন- Suvendu Adhikari: রামমন্দিরের উদ্বোধনের দিনই কেন মমতার সংহতি মিছিল, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

প্রদীপের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে জয় সাহা বলেন, '১৪ ফুট লম্বার পাশাপাশি উচ্চতা সাড়ে ৪ ফুট। ডায়ামিটার সাড়ে ৯ ফুট। মাটির প্রদীপটির ওজন ২০০ কেজি। কমপক্ষে ৫০০ লিটার তেল দিয়ে প্রদীপটা জ্বালাতে হবে। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে প্রদীপটা জ্বালানো হবে।' প্রদীপ প্রজ্জ্বলনের উদ্যোগের পাশাপাশি সাধারণের মধ্যে প্রদীপ বিতরণ করার কর্মসূচিও নিয়েছে পানিহাটী সনাতন মঞ্চ। ১৮ জানুয়ারি থেকে প্রদীপ মানুষের হাতে তুলে দেওয়া হবে। জয় সাহা জানিয়েছেন, প্রদীপ বিতরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫০ হাজার।

আরও পড়ুন- Nawsad Siddique: ২২ নয়, সংহতি মিছিল নিয়ে মমতাকে বিকল্প কী প্রস্তাব নৌশাদের?

বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ থেকে আমন্ত্রণ, স্থানীয় রামমন্দিরগুলিতে বিশেষ পুজো, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আঁচ এসে পড়েছে বাংলাতেও। বিজেপি নেতা শীলভদ্র দত্ত বলেন, 'পানিহাটীর দীর্ঘাকায় প্রদীপটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। ১৮ জানুয়ারি প্রদীপটির উদ্বোধন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২২ তারিখ প্রদীপ জ্বালনোর জন্য মানুষের হাতে প্রদীপ তুলে দেওয়া হবে। এখানে ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নানা ধর্মীয় অনুষ্ঠান হবে।'

Ram Temple Ayodhya Ram Temple North 24 Pargana Ayodhya
Advertisment