IMD Weather Update Today April 2:দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। এবার টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। তারই জেরে অস্বস্তিকর গরমের হাত থেকে মুক্তি মিলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন কয়েক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এস নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এই পর্বে আজ অর্থাৎ বুধবার থেকে একেবারে টানা ৬ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় হালকা বৃষ্টি হতে পারে। এই পর্বে আগামী সোমবার পর্যন্ত দুই ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর,দুই বর্ধমান, হাওড়া,হুগলি, নদিয়া, বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতা শহরে আপাতত তীব্র দহন জেলার মুখে পড়তে হবে না নাগরিকদের। বরং আগামী কয়েকদিন তিলোত্তমা মহানগরীতে আবহাওয়া মনোরম থাকবে।
আরও পড়ুন- Earthquake hits Leh in Ladakh:মায়ানমারের পর ভারত, হঠাৎ প্রবল কম্পন, তীব্র আতঙ্কে ছড়াল চরম চাঞ্চল্য
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না। মোটের উপর একই থাকবে তাপমাত্রা। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত বৃষ্টিরও সম্ভাবনা বেশ কম।