Advertisment

West Bengal Weather Forecast: চলতি মরশুমে আর হাড়কাঁপানো শীতের সম্ভাবনা কতটা? খোলসা করল হাওয়া অফিস

West Bengal Weather Forecast Today 20 January 2025: পৌষ পেরিয়ে মাঘ মাস পরে গেলেও এখনও শীতের জোরালো কামড়ের পরশ মেলেনি। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Kolkata Weather: কলকাতায় ঠান্ডার আমেজ রয়েছে।

West Bengal Weather Update Today 20 January 2025:পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে উত্তুরে হওয়ার গতি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। ফের পশ্চিমীঝঞ্ঝাই উত্তুরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে এই সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বেশ কম। বরং চলতি সপ্তাহে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে চলতে সপ্তাহে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। আগামী বুধবার নতুন করে ফের একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তারই জেরে তাপমাত্রা ফের বাড়তে পারে খানিকটা। পৌষ পেরিয়ে মাঘ পরলেও, অন্তত এ সপ্তাহে শীতের জোরালো কামড় থাকবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শীতের আমেজ থাকবে সপ্তাহভর। 

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

শীতের আমেজ রয়েছে শহর কলকাতাতেও। তবে তিলোত্তমা মহানগরীতে আজ সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন ভোরের দিকে কলকাতা শহরে হালকা কুয়াশা থাকবে। সোমবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন- R G Kar rape and murder News Live: প্রাণদণ্ড না যাবজ্জীবন, কী শাস্তি দোষী সঞ্জয়কে? আদালতের রায়ের নজর গোটা বিশ্বের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভালোমতো আমেজ রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিঙে তুষারপাত হতে পারে।

আরও পড়ুন- Tiger spotted in Purulia: পুরুলিয়ার জঙ্গলেই ঘুরছে ঝাড়খণ্ডের বাঘ, ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment