Advertisment

Kolkata doctor rape and murder case sentencing Highlights: হাইকোর্টের দ্বারস্থ হবেন আরজি কর মামলার ধর্ষক-খুনি সঞ্জয়, জানালেন আইনজীবী

RG Kar Doctor Rape and Murder Case Sealdah Court Verdict Highlights: আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় আজ সাজা ঘোষণা শিয়ালদা আদালতের। আমৃত্যু জেলের নির্দেশ শিয়ালদা কোর্টের বিচারক অনির্বান দাসের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict, kolkata rg kar case,sanjay roy,আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা,সঞ্জয় রায়

rg kar case verdict: সোমবার আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা হল সঞ্জয় রায়ের

Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Highlights: সিবিআই আজ শিয়ালদা আদলতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি নির্যাতিতার পরিবারের আইনজীবীও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানান। সব পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক অনির্বাণ দাস দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে তাঁর রায় ঘোষণা করেন। আরজি কর মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। রায় ঘোষণার পর চোখে জল নির্যাতিতার মা-বাবার।

Advertisment

এদিকে আদালতের এই রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমরা সকলেই মৃত্যুদণ্ড চেয়েছিলাম কিন্তু আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, এই রায়ে আমি আমি সন্তুষ্ট নই,"! আরজি কর কাণ্ডে আদালতের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, "এই মামলাটি কলকাতা পুলিশের কাছ থেক কেড়ে নেওয়া হয় এবং সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। মামলাটি যদি কলকাতা পুলিশের কাছে থাকত, তাহলে তারা সঞ্জয়ের মৃত্যুদণ্ড নিশ্চিত করত,"। 

Advertisment

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় আজ সাজা শোনালো শিয়ালদা আদালত। প্রাণদণ্ড না যাবজ্জীবন, কী শাস্তি দোষী সঞ্জয় রায়কে? সেই দিকে নজর ছিল দেশ তথা বিশ্বের। গত শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সিবিআইয়ের পেশ করা প্রমাণের উপর ভিত্তি করে এই মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। বিএনএসের ৬৪,৬৬,১০৩/১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। আজ সোমবার দুপুরে সাজা ঘোষণা করে আদালত। সঞ্জয়ের আমৃত্যু  কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে সঞ্জয় রায়কে ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। 

এদিন সাজা ঘোষণার আগে ফের একবার সিবিআই তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। এদিকে আজ দুপুর ১টায় আদালতের সামনে জুনিয়র ডাক্তারদের একাংশের পাশাপাশি জমায়েত করবে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। একা সঞ্জয় রায় নয়, সমস্ত অপরাধীকে শাস্তি দিতে হবে, এই দাবিতেই এদিনের এই জমায়েত। সাজা ঘোষণার আগে শিয়ালদা আদালত চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে নারকীয় হত্যাকাণ্ড! কী কারণে খুন? খুনের ঘটনায় কে-বা কারা জড়িত এই সব হাজারো প্রশ্নের ভিড়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নির্যাতিতার সুবিচারের দাবিতে দেশ জুড়ে বেনজির প্রতিবাদ। তদন্ত যায় সিবিআইয়ের হাতে। প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট, সামনে আসে স্বাস্থ্য পরিষেবার বাআব্রু পরিস্থিতি। এর মধ্যে চিকিৎসক খুন-ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। সিবিআইয়ের চার্জশিটের উপর ভিত্তি করেই শনিবার ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। আজ সোমবার সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত। যদিও এদিন সাজা ঘোষণার আগে এজলাসে সঞ্জয় রায় ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। যদিও আজকের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকছে নির্যাতিতার পরিবার ও সঞ্জয় রায়ের। 

রায়ের পর প্রথম প্রতিক্রিয়া নির্যাতিতার মা-বাবা

এদিকে আদালতের আজকের এই রায়ে ‘হতাশ’ নির্যাতিতার মা-বাবা! ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জোরালো বার্তা। আরজি কর হাসপাতালের ধর্ষণ-হত্যা মামলায় মৃত চিকিৎসকের মা-বাবা রায়ের পর বলেছেন যে আদালত দোষীকে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ডের যে রায় দিয়েছে তাতে তারা কোনভাবেই সন্তুষ্ট নন। অপরাধীকে আড়াল করা হয়েছে বলে দাবি করে তারা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন। নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আদালতের এই রায়ে “আমরা হতবাক। এটি কীভাবে বিরলতম ঘটনা নয় তা আমাদের জানা নেই। কর্তব্যরত একজন ডাক্তারকে হাসপাতালে  ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই অপরাধের পিছনে আরও বৃহত্তর ষড়যন্ত্র ছিল,”। অপরদিকে নির্যাতিতার বাবা বলেছেন বাকি সকল  অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা তাদের লড়াই চালিয়ে যাবেন।

  • Jan 20, 2025 18:47 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: 'ফাঁসিই একমাত্র পথ', মত অভিষেকের

    আরজি কর মামলার রায়ে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, 'সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই, ফাঁসিই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন।'



  • Jan 20, 2025 17:39 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: হাইকোর্টে যাবেন সঞ্জয়ের আইনজীবী

    নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন আরজি কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী। আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানিয়েছেন, তাঁর মক্কেল আমৃত্যু কারাদণ্ডের শাস্তি পেলেও তাঁকে বেকসুর খালাস করার জন্যই হাইকোর্টে আবেদন করবেন তিনি। জানান, কোনও অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে তাঁর। তবে সেই আবেদন করার জন্য পরিকল্পনা করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সেঁজুতি।



  • Jan 20, 2025 17:09 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: প্রতিবাদ মিছিল অভয়া মঞ্চের

    আরজি কর কাণ্ডে আজই সঞ্জয় রায়ের আমৃত্যু সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তবে আদালতের এই রায়ে সন্তুষ্ট নয় অভয়া মঞ্চ। শিয়ালদহ আদালত থেকে শুরু প্রতিবাদ মিছিল।



  • Jan 20, 2025 16:21 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: রায়ে ‘হতাশ’ নির্যাতিতার মা-বাবা

    রায়ে ‘হতাশ’ নির্যাতিতার মা-বাবা! ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জোরালো বার্তা। আরজি কর হাসপাতালের ধর্ষণ-হত্যা মামলায় মৃত চিকিৎসকের মা-বাবা রায়ের পর বলেছেন যে আদালত দোষীকে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ডের যে রায় দিয়েছে তাতে তারা কোনভাবেই সন্তুষ্ট নন। অপরাধীকে আড়াল করা হয়েছে বলে দাবি করে তারা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন। নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আদালতের এই রায়ে “আমরা হতবাক। এটি কীভাবে বিরলতম ঘটনা নয় তা আমাদের জানা নেই। কর্তব্যরত একজন ডাক্তারকে হাসপাতালে  ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই অপরাধের পিছনে আরও বৃহত্তর ষড়যন্ত্র ছিল,”। অপরদিকে নির্যাতিতার বাবা বলেছেন বাকি সকল  অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা তাদের লড়াই চালিয়ে যাবেন।



  • Jan 20, 2025 15:55 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী

    "আমরা সকলেই মৃত্যুদণ্ড চেয়েছিলাম কিন্তু আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, এই রায়ে আমি আমি সন্তুষ্ট নই,"! আরজি কর কাণ্ডে আদালতের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, এই মামলাটি কলকাতা পুলিশের কাছ থেক কেড়ে নেওয়া হয় এবং সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। মামলাটি যদি কলকাতা পুলিশের কাছে থাকত, তাহলে তারা সঞ্জয়ের মৃত্যুদণ্ড নিশ্চিত করত,"। 



  • Jan 20, 2025 15:46 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: কলকাতার কমিশনার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্ত করে দেখাটা জরুরি

    তথ্যপ্রমাণ নষ্ট করায় তৎকালীন কলকাতার কমিশনার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকাও তদন্তের আওতায় আনাটা জরুরি! রায় ঘোষণার পর বিস্ফোরক অমিত মালব্য।  পাশাপাশি তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপরাধীকে নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। 



  • Jan 20, 2025 15:21 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: ক্ষতিপূরণ প্রত্যাখ্যান নির্যাতিতার বাবা-মা'র

    সঞ্জয়ের আমৃত্যু জেলের নির্দেশের পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। যদিও আদালতের সেই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছেন নির্যাতিতার মা-বাবা। তাঁরা আদালতকে জানিয়েছেন, আমরা কেবল আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার চাই। আর কিছু নয়,"। যদিও বিচারক বলেন, "আমি জানি মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয়না। এটি রাষ্ট্রের দায়, কারণ তিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা সকলেই আইনের আওতায় আবদ্ধ। 



  • Jan 20, 2025 14:51 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, চিকিৎসক ধর্ষণ খুনে শাস্তির ঘোষণা শিয়ালদা কোর্টের

    আজ শিয়ালদা কোর্টের বিচারক দুপুর সাড়ে ১২টায় সঞ্জয় রায় বক্তব্য শোনেন। এরপর সিবিআইয়ের আইনজীবী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি নির্যাতিতার পরিবারের আইনজীবীও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানান। সব পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক অনির্বাণ দাস দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে তাঁর রায় ঘোষণা করেন। আরজি কর মামলায় আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা। রায় ঘোষণার পর চোখে জল নির্যাতিতার মা-বাবার।



  • Jan 20, 2025 13:12 IST

    West Bengal News Live: ফাঁসি না দেওয়ার অনুরোধ সঞ্জয়ের আইনজীবীর

    ফাঁসি না দেওয়ার অনুরোধ সঞ্জয়ের আইনজীবীর! যদিও সিবিআইয়ের আইনজীবী সঞ্জয়ের অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেছে। এপ্রসঙ্গে সঞ্জয়ের আইনজীবী আদালতে জানান, এবিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইড লাইন রয়েছে। সেই গাইড লাইন মেনে সাজা ঘোষণা করা হোক! 



  • Jan 20, 2025 12:51 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: ফের নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয়ের

    'যে দোষ আমি করিনি তাতে জোর করে আমাকে দোষী সাব্যস্ত করা হল দাবি সঞ্জয় রায়ের'। যদিও সিবিআইয়ের দাবি বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সর্বোচ্চ শাস্তির পক্ষে জোরালো সওয়াল সিবিআইয়ের আইনজীবীর, সিবিআইয়ের বক্তব্য শোনার পরই সাজা ঘোষণা।  



  • Jan 20, 2025 12:48 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: এজলাসে নিয়ে যাওয়া হল সঞ্জয় রায়কে

    আদালতের ২১০ নম্বর ঘরে কড়া নিরাপত্তা। এজলাসে নিয়ে যাওয়া হল সঞ্জয় রায়কে। আরজি কর মামলায় সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু। সঞ্জয়ের বক্তব্য শোনার পর সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বান দাস। 



  • Jan 20, 2025 12:35 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: সাজা ঘোষণার আগে শিয়ালদা কোর্টের বাইরে উপচে পড়া ভিড়

    সাজা ঘোষণার আগে শিয়ালদা কোর্টের বাইরে উপচে পড়া ভিড়, দেখুন ভিডিও



  • Jan 20, 2025 12:24 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: 'অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি"

    "অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি"। সাজা ঘোষণার আগেই বিস্ফোরক মন্তব্য করবেন নির্যাতিতার মা। “কেবল একজন ব্যক্তি এই অপরাধে জড়িত নয়, তবুও সিবিআই  বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। "যদি আমরা সমাজে ভবিষ্যতে এই ধরণের অপরাধ রোধ করতে চাই, তাহলে এই ধরনের অপরাধীদের বেঁচে থাকার কোন অধিকার নেই,"। 



  • Jan 20, 2025 12:21 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: সঞ্জয় রায়ের সাজা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়

    উত্তরবঙ্গ সফরে  যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর মামলার সম্পর্ক বলেন, 'আদালত রায় না দেওয়া পর্যন্ত আমি কোনও মন্তব্য করব না'। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আমি আগেও মৃত্যুদণ্ড দাবি করেছিলাম, তবে আদালত কী সাজা ঘোষণা করবে তা বিচারকের উপর এবং মামলাটির চার্জশিট কীভাবে জমা দেওয়া হয়েছে তার উপর নির্ভর করছে,"।



  • Jan 20, 2025 11:53 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: নির্যাতিতার বাবা কী বললেন?

    সাজা ঘোষণার আগে নির্যাতিতার বাবা বলেন, 'সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি হওয়া উচিত'



  • Jan 20, 2025 11:17 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে সঞ্জয়'

    প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন বিচারক। তারপর নির্যাতিতার পরিবারের কথা শুনবেন তিনি। দুপুর ২টো নাগাদ শাস্তি ঘোষণা করা হবে। কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে সঞ্জয়, সকল অভিযুক্তরা ধরা পড়বে এমনটাই আশা নির্যাতিতার পরিবারের। 



  • Jan 20, 2025 11:11 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: সাজা ঘোষণার আগে শিয়ালদা আদালতের বাইরে কড়া নিরাপত্তা

    আরজি কর ধর্ষণ-খুন মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। গত শনিবারই শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে। আজই সঞ্জয়ের সাজা ঘোষণা। সকাল ১০টা বেজে ৪০ মিনিটে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে। আদালতের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনার, পাঁচ অ্যাসিস্ট্যান্ট কমিশনর সহ ৩১ জন সাব-ইন্সপেক্টর, ৩৯ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ২৯৯ জন কনস্টেবল এবং ৮০ জন মহিলা পুলিশ কর্মী শিয়ালদা আদালতের বাইরে মোয়াতেন করা হয়েছে। 



  • Jan 20, 2025 11:04 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: অভয়া মঞ্চকে 'না'

    শনিবারের মতো আজও অভয়া মঞ্চের প্রতিনিধিদের ও জুনিয়র ডাক্তারদের শিয়ালদা আদালত চত্বরে জমায়েতের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ই-মেল করে অভয়া মঞ্চকে সোমবার অবস্থানের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।



  • Jan 20, 2025 10:41 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: আদালতে ঢুকল সঞ্জয় রায়

    সকাল ১০টা ২০ মিনিটে প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয় সঞ্জয়কে।  শিয়ালদা কোর্টে নিয়ে আসা হল অভিযুক্ত সঞ্জয় রায়কে।  সঞ্জয়ের গাড়ি ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে AC পদমর্যাদার ৫ আধিকারিক। আদালতের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তা। ১০ টা বেজে ৪০ মিনিটে শিয়ালদা কোর্টে ঢোকে সঞ্জয় রায়ের গাড়ি। আপাতত কোর্ট লকআপে রাখা হবে সঞ্জয় রায়কে। 



  • Jan 20, 2025 09:55 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: দুপুর ১টায় আদালতের সামনে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

    সাজা ঘোষণার আগে ফের একবার সিবিআই তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। এদিকে আজ দুপুর ১টায় আদালতের সামনে জুনিয়র ডাক্তারদের একাংশের পাশাপাশি জমায়েত করবে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। একা সঞ্জয় রায় নয়, সমস্ত অপরাধীকে শাস্তি দিতে হবে, এই দাবিতেই এদিনের এই জমায়েত। সাজা ঘোষণার আগে শিয়ালদা আদালত চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।



  • Jan 20, 2025 09:52 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: CBI-এর বিরুদ্ধে তদন্তে গাফিলতির ভয়ঙ্কর অভিযোগ

    সাজা ঘোষণার আগে CBI-কে জবাব দিতেই হবে বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার মা বলেন, “CBI আমাদের সঙ্গে কোনরকম যোগাযোগ রাখছে না। এমনকী ফোনও ধরে না। অবশ্যই তদন্তে গাফিলতি রয়েছে। তদন্তে কোনও প্রভাবশালীর হাত থাকতে পারে।” সকল দোষী শাস্তি না পাওয়া পর্যন্ত রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা।



  • Jan 20, 2025 09:22 IST

    Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Live Updates: আজ দুপুরেই সাজা

    আজ শিয়ালদা আদালতে আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। বেলা ১২টা নাগাদ বসবে এজলাস। প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনবেন বিচারক। শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্যও। সব শোনার পর আজ দুপুরে সাজা ঘোষণা করবেন বিচারক।



cbi CBI Court Doctors Death RGKar medical college & hospital Kolkata Doctor Rape-Murder Case Junior Doctors RG Kar Doctor Murder Case Verdict
Advertisment