Bengal Weather Update: পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেটাই হল সত্যি। বড়দিনের আগে কলকাতার পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবারের চেয়ে কিছুটা বাড়ল তাপমাত্রা। শুধু কলকাতা শহরেই নয়, জেলাগুলিতেও তাপমাত্রা একটু করে বাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে বাধা পাচ্ছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস। তারই জেরে তাপমাত্রার এই বৃদ্ধি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। এই পর্বে শীতের লম্বা স্পেলের শেষ আজই। নতুন করে কবে থেকে নামবে পারদ? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
গত ১২ ডিসেম্বর থেকে নামতে শুরু করে পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু একটু করে নামতে শুরু করে তাপমাত্রা। টানা ১১ দিন ধরে চলেছে শীতের লম্বা স্পেল। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে শীতের লম্বা স্পেলের ইতি আজই। শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আবহাওয়ার বদল চোখে পড়বে। তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। অর্থাৎ এবছরের বড়দিন উষ্ণ আবহাওয়াতেই কাটবে।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। নতুন করে দক্ষিণবঙ্গে কবে থেকে নামবে পারদ? এখনও এব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় জাঁকিয়ে ঠান্ডা থাকবে। মোটের উপর ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে ওই জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন- নিশ্চিন্তে থাকার দিন শেষ! কলকাতায় ৩ করোনা আক্রান্তের হদিশ, সংক্রমিত ৬ মাসের শিশুও
তবে কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালোমতো ঠান্ডার রেশ রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ বদল হবে না। তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে।