Advertisment

Kolkata Weather Today: কমবে বৃষ্টির রেশ, আবারও ভ্যাপসা গরমে জেরবার হবে দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বিরাট বদল কবে?

IMD Weather Forecast Update: এবছর নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা ঢুকেছে। এরাজ্যে উত্তরবঙ্গ দিয়ে বর্ষার প্রবেশ ঘটেছে। তবে উত্তরবঙ্গেই বেশ কিছুদিন থমকে দাঁড়িয়েছিল মৌসমুী বায়ু। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যখন কাঁপিয়ে বৃষ্টি চলেছে, তখন জ্বলেপুড়ে খাক হয়েছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পাকাপাকিভাবে বর্ষার প্রবেশ ঘটেনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার ভারী বৃষ্টি নিয়ে এখনও কোনও বার্তা দিতে পারেনি আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: বৃষ্টি ভেজা শহর কলকাতার টুকরো ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today June 22: এখনও পর্যন্ত ভালো করে বর্ষা ঢোকেনি দক্ষিণবঙ্গে। সবেমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দিন কয়েক। এরই মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আবারও বিরাট বদলের ইঙ্গিত হাওয়া অফিসের। কাল থেকেই বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে। আবারও তুঙ্গে উঠবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

আসি আসি করেও দক্ষিণবঙ্গের বর্ষা এখনও পাকাপাকিভাবে পাড়ি জমায়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের মধ্যেই রাজ্যের বাকি অংশ গুলিতেও বর্ষা ঢুকে যাবে। তবে এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বরং আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও কমে যেতে পারে। অস্বস্তি আরও বাড়তে পারে। তবে আগামী বুধবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরে কয়েক হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির হাত ধরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে। আগামী দিন চারেক শহর কলকাতার আবহাওয়ায় বিশেষ বদল নেই।

আরও পড়ুন- Wonder Kid: বয়স মাত্র আড়াই! অবিশ্বাস্য কীর্তিতে ইতিহাস গড়ে ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার এই খুদেকন্যা

দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঝিরঝিরে হালকা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশ কমে যাবে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। আগামী সপ্তাহের বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে।

আরও পড়ুন- Premium: কাঁটা বিছনো পথ পেরিয়ে অভাবনীয় সাফল্য! বঙ্গতনয়ের ‘ভারতশ্রেষ্ঠ’ হওয়ার এগল্প প্রেরণা দেবেই! 

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েক সপ্তাহ ধরে টেনে বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তবে এবার দিন কয়েক উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমতে পারে। সামনের সপ্তাহের শুরু থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দাপট বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন- ‘ছেলেধরা’ গুজব চলছেই! মারধরের তোড়জোড় শুরু হতেই ‘ঈশ্বরের দূত’ এসে বাঁচালেন মহিলাকে

Weather Report weather today Weather Forecast Monsoon Session
Advertisment