পুজো-পুজো গন্ধ আকাশ-বাতাসে। তবে কিছুতেই কাটছে না দুর্যোগ-উদ্বেগ। পুজোর মুখে এখনও আবহাওয়ার খামখেয়ালিপনায় বিরক্তি বাড়ছে। ফি দিন বৃষ্টি জারি। পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা হোক বা মণ্ডপ তৈরির চূড়ান্ত ব্যস্ততা, সবেতেই বাদ সাধছে ঘ্যান-ঘেনে বৃষ্টি। আজ বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
পুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। তার আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত। পুজো ভাসাবে বৃষ্টি? এখনও তেমন ইঙ্গিত না মিললেও দুশ্চিন্তা রয়েই গিয়েছে। এবছর গোটা বর্ষায় বৃষ্টির ঘাটতি ছিল। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই পর্যাপ্ত বৃষ্টির অভাব রয়েছে। তবে ভাদ্র মাসে এসে পরপর নিম্নচাপে রাজ্যে দফায়-দফায় বৃষ্টি চলেছে। সেই বৃষ্টির রেশ রয়ে গিয়েছে আশ্বিনের শুরুতে পুজোর মুখেও।
আরও পড়ুন- বেড়িয়ে আসুন গোবর্ধনপুর, কোলাহলহীন এই সমুদ্রতট মন কাড়বেই
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ বৃহস্পতিবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ হালকা থেকে মাঝির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ারও পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী কয়েকদিনই দক্ষিণবঙ্গে আবহাওয়ার এই পরিস্থিতিই থাকবে। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।