West Bengal Weather Update Today 23 January 2025: উধাও শীত। দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট। পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে বারবার এই মরশুমে শীতের পথে বাধা এসেছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও চড়বে তাপমাত্রা, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে জেলায়-জেলায়। তবে কি শীতের বিদায় একেবারে আসন্ন? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)
চলতি মরশুমে হাড়াকাঁপানো শীতের অনুভূতি এখনও মেলেনি। কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে লাগে। তবে এ মরশুমে এ কথা 'গল্পকথা' হিসেবেই রয়ে যাবে, এমনই মনে করছেন আবহাওয়াবিদদের একটা বড় অংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ শুক্রবার পর্যন্ত বহাল থাকলেও হাড়কাঁপানো শীত আগামী কয়েকদিনেও পড়বে না। বরং বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিন দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট।
আরও পড়ুন- Mamata Banerjee: 'পাচারকারীদের গুলি করে মারা হবে', সরকারি জমিতে এমন পোস্টারে যারপরনাই ক্ষুব্ধ মমতা!
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও তা আগামী কয়েক দিনে আর বাড়বে না বলেই মনে করেছে আবহাওয়া দপ্তর। বরং পূবালী হাওয়ার দাপট বাড়ছে উত্তরের জেলাগুলিতেও। এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের একবার তুষারপাত হতে পারে পাহাড় নগরী দার্জিলিংয়ে।
এই মরশুমে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর আছে?
আবহাওয়াবিদরা মনে করছেন, চলতি মরশুমে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই। মাঝে তাপমাত্রার পারদ সামান্য নামতে পারে। শীতের আমেজ একটু বাড়তে পারে আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবারের রাত থেকে। রবিবারের পর থেকে দিন কয়েক শীতের আমেজ ফিরলেও সরস্বতী পুজোর পর থেকে বিদায়ের পথ ধরবে শীত। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।