Mamata Banerjee: 'পাচারকারীদের গুলি করে মারা হবে'। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের যাওয়ার আগে এমনই একটি পোস্টারের ছবি নিজের মোবাইলে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠকে সেই পোস্টারের ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রী যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারি জমিতে এমন পোস্টার দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছে বনদপ্তর।
উল্লেখ্য, বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বনদপ্তরের কাজকর্ম নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "এই ছবিটা গেস্ট হাউস থেকে তুলে আনলাম। হনুমানগুলোকে থ্যাংকস। ওরা একটা কাপড় ভাগ্যিস ছিঁড়ে দিয়েছিল। ভাই এটা দেখতে পেলাম। এখানে লেখা পাচারকারীদের ধরলে গুলি করে মারা হবে। এটা কোনও ভাষা হল! আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা বলো।"
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "সাধারণ মানুষ অনেক সময় জানেন না। জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে গেলে তাঁদের উপর অত্যাচার হয়। আলিপুরদুয়ারের ডিএফও-রা যাঁরা আছেন তাঁদেরকে বলছি, ভুল করে যদি কেউ চলে যায় আপনারা স্ট্রং অ্যাকশন করুন।" তবে ওই পোস্টার প্রসঙ্গে বনদপ্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, সেটি তাঁদের লাগানো নয়। ওই পোস্টার বায়ুসেনার তরফে লাগানো হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। একথা শুনে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "এমন পোস্টার সরকারি জায়গায় লাগানো ঠিক হয়নি। এক্ষেত্রে জেলাশাসকের সঙ্গে ওদের আলোচনা করা উচিত ছিল।"
আরও পড়ুন- West Bengal News LIVE: ব্যারাকপুরে শুটআউট! পুলিশ কমিশনারেটের নাকের ডগায় যুবককে পরপর গুলি
এরই পাশাপাশি আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজাভাতখাওয়া এলাকায় পর্যটকদের কাছ থেকে মোটা টাকা 'ফি' আদায় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এ কথা শুনে বনদপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এবার থেকে পর্যটকদের কোনও 'ফি' দিতে হবে না। এ ব্যাপারে ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন- Malda News: ফের খুন মালদায়! ভাড়া নিয়ে বচসার জেরে টোটোচালককে কুপিয়ে খুন