আবহাওয়া দফতরে পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এরই সঙ্গে জুড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গুটি গুটি পায়ে এমরশুমের মতো বিদায় নিয়েছে শীত। এবার পালা গরমের। মাঝ ফেব্রুয়ারি থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ পুরোপুরি ফিকে হয়ে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও পার্বত্য এলাকার জেলাগুলি অর্থাৎ দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও দক্ষিণবঙ্গের কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে আজ সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে কুয়াসার সেই চাদর সরে যাবে।
আরও পড়ুন- বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধা মা ও দুই মেয়ের মৃতদেহ, জানুন নেপথ্যের কাহিনী
আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লেই সেই পরিবেশ হবে উধাও। বেলার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।
এদিকে বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। দিন যত এগোবে তাপমাত্রার পারদ ততই চড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।