শহর থেকে জেলা, ফিরল শীতের আমেজ, আজই মরশুমের শীতলতম দিন

কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast 20 january 2023

এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল পারদ।

শহর থেকে জেলা, ফিরল শীতের আমেজ। এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ধীরে ধীরে বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৬ ডিগ্রির ঘরে। এখনও পর্যন্ত আজই এমরশুমের শীতলতম দিন।

Advertisment

আজ কলকতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি ঠান্ডার ভরপুর আমেজ জেলাগুলিতেও। সকাল থেকেই ঠান্ডার দাপট পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে সকালের দিকে ভালো মতো ঠান্ডার রেশ। পশ্চিমের সব জেলাতেই আগামী কয়েকদিনের মধ্যে শীতের দাপট বেশ খানিকটা বাড়তে পারে। কোনও কোনও জেলায় ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে।

আরও পড়ুন- অভিষেকের সভার আগের রাতে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, ঝলসে মৃত নেতা-সহ ৩

Advertisment

এছাড়াও কলকাতা লাগোয়া জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও শীতের আমেজ ভরপুর। ঠান্ডার আমেজ দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের দার্জিলিং। পাহাড় নগরীর তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৮ ডিগ্রির ঘরে। এরই পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরের আরও এক জেলা কালিম্পংও। আজ কালিম্পেঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দাপট বাড়াচ্ছে শীত।

আগামী কয়েকদিনের মধ্যে গোটা রাজ্যেই তাপমাত্রা আরও নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই পারদ নামতে শুরু করবে। ১৫ ডিসেম্বরের পর থেকে রাজ্যে জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মাঝ ডিসেম্বর থেকেই শীত থিতু হতে শুরু করবে বলে মনে করছে হাওয়া অফিসও।

Weather Report West Bengal Weather Forecast Kolkata Weather winter starting