IMD Weather Update Today May 4: দহনজ্বালা জুড়োতে এতদিনে স্বস্তির বৃষ্টি (Rain) নামতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি জ্বালাপোড়া গরম থেকে বেশ কিছুটা স্বস্তি এনে দেবে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট কমতে শুরু করবে। তাপমাত্রা নামতে থাকায় অসঙ্য গরমের হাত থেকে মুক্তি মিলবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তারই জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছড়াও বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে।
শুক্রবারেও কলকাতার তাপমাত্রা ৪০-এর দোরগোড়ায় ছিল। একইভাবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও জ্বালাপোড়া গরম ছিল। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বাত্র তাপমাত্রা কমবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার পর্যন্ত এমনই থাকবে পরিস্থিতি। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে তাপমাত্রাও একধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।
আরও পড়ুন- Election Commission’s Big Step: ভোট আবহে বাংলায় বড় পদক্ষেপ কমিশনের, অভিষেকের খাসতালুকে হুলস্থূল
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি কয়েকটি জেলা অর্থাৎ, দুই দিনাজপুর, মালদহে আজ শনিবারেও তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন- CPIM: দলের সর্বক্ষণের কর্মীর ছেলে ‘লেনিন’ মাধ্যমিকে তৃতীয়, বড় ঘোষণা সিপিআইএমের
আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।