Kolkata Weather Today: জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ায় দুরন্ত বদল কখন থেকে?

IMD Weather Forecast Update: ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। একাঝিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই জেরে কমতে পারে তাপমাত্রা।

IMD Weather Forecast Update: ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। একাঝিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই জেরে কমতে পারে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, due to low depression chances of rain in several district of south bengal,আবহাওয়ার পূর্বাভাস,বৃষ্টি

Bengal Weather Forecast: একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

IMD Weather Update Today April 7: চৈত্রের একেবারে শেষবেলায় এবার জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-জলের বার্তা হাওয়া অফিসের। সব মিলিয়ে আগামী দিন কয়েক গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে? এসব নেই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আজ থেকে শুরু করে আগামী দিন চার-পাঁচেক বিক্ষিপ্তভাবে দফায়-দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকতে পারে ঝোড়ো হাওয়া দাপট। ঝড়-জলের জেরে কমতে পারে তাপমাত্রাও।

কলকাতার ওয়েদার আপডেট

Advertisment

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি শহর কলকাতাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Ram Navami 2025: বর্ণাঢ্য শোভাযাত্রায় রামনবমী উদযাপন, বারাসাতে হাজির মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গের আবহাওয়া খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস হয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- West Bengal News Highlights: চওড়া হবে বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তা, বিরাট বরাদ্দ কেন্দ্রের

rain Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather