Kolkata Weather Today:চৈত্রের দাবদাহ থেকে মুক্তি, আজ থেকেই ঝড়-জলের পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?

IMD Weather Forecast Update: ভরা চৈত্র মাসেই মাঝে দিন কয়েক তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে অস্বস্তিও বেড়েছিল বহুগুণে। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছিল।

IMD Weather Forecast Update: ভরা চৈত্র মাসেই মাঝে দিন কয়েক তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে অস্বস্তিও বেড়েছিল বহুগুণে। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Bengal Weather Update: একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

IMD Weather Update Today April 3:আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বাদল হতে শুরু করেছে গতকাল থেকেই। আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি (Rain) হতে পারে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়-জেলায়। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। এই ঝড়-জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রাও মনোরম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবেন কলকাতার বাসিন্দারাও। শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া থাকবে। আগামী দিন কয়েক তিলোত্তমা মহানগরীতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- Indian Rail: নববর্ষেই ইতিহাস সৃষ্টি! রেলের দুরন্ত কীর্তি এখন জোর চর্চায়, 'ভ্রমণ বিপ্লবে' তাক লাগাবে বাংলা

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির কোনও কোনও অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন পাঁচেক তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না।

rain weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast