IMD Weather Update Today May 30: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুকে বেশ কিছুটা পথ টেনে এনেছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। তারই জেরে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই বঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারই ভারতের মূল ভূখণ্ড কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকছে। আর দিন সাতেকের মধ্যেই বঙ্গেও বর্ষার প্রবেশ ঘটে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়। এটাই কি প্রাক বর্ষার বৃষ্টি? জানুন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
এপ্রিলে জ্বালাপোড়া গরম সহ্য করতে হয়েছে বঙ্গবাসীকে। চড়চড় করে চড়েছিল পারদ। তাপপ্রবাহে নাকাল হয়েছেন এরাজ্যের একটা বড় অংশের বাসিন্দা। তবে তারপর দফায় দফায় ঝড়-বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল বড়োসড়ো প্রভাব দেখিয়েছে বঙ্গে। জেলায়-জেলায় ঝড় বৃষ্টি চলেছে টানা দিন কয়েক। আবহাওয়াবিদদের একাংশের ধারণা, এই ঘূর্ণিঝড় রেমালের হাত ধরেই টান পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন দুয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে আজ বৃহস্পতিবার সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই পর্বে আগামী ৪ জুন অর্থাৎ ভোট গণনার দিন পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে।
আরও পড়ুন- Rituparna Sengupta: টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ED-র তলব! হঠাৎ কেন এই ডাক জানেন?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। তবে দুই দিনাজপুর এবং মালদায় আজ গরমের অনুভূতি থাকবে।
আরও পড়ুন- Lok Sabha Polls 7th phase west bengal: যাদবপুরে ‘বিরাট’ ফ্যাক্টর ভাঙড়! তৃণমূলকে কাঁটে কি টক্করে ফেলতে তৈরি CPM, কৌশলী BJP
কলকাতার ওয়েদার আপডেট
আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ তিলোত্তমা মহানগরীতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বেলা বাড়লে শহর কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।