IMD Weather Update Today January 11: আবহাওয়ার এমন পূর্বাভাস (Weather Forecast) ছিল আগেই। সেই মতোই এগোচ্ছে আবহাওয়ার (Weather) পরিস্থিতি। কাঁপানো ঠান্ডার প্রহর গুণছে বাংলা। হু হু করে পারদ পতনের জোরালো পূর্বাভাস হাওয়া অফিসের। পৌষ সংক্রান্তির আগেই রেকর্ড শীত বঙ্গে? আর কতক্ষণে টের পাওয়ার মতো পারদ নেমে যাবে? জেনে নিন শীতের সর্বশেষ আপডেট।
ফের এক দফায় পারদ নামার জোরালো পূর্বাভাস আগেই ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ সন্ধের পর থেকেই বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট হবে। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা।
শুক্র ও শনিবার জোরালো ঠান্ডা থাকবে রাজ্যে। মোটের উপর পৌষ সংক্রান্তির (Poush Sankranti) আগেই ফের একবার জাঁকিয়ে শীতের (Winter) অনুভূতি মিলবে রাজ্যবাসীর। এবছর পৌষ সংক্রান্তির দিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ কিংবা ১৪ ডিগ্রিতেও নেমে যেতে পারে।
আরও পড়ুন- FIR against ED: শেখ শাহাজাহানের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ‘চুরি’, ED-কে প্যাঁচে ফেলে সাংঘাতিক মামলা!
হাড়কাঁপানো শীত থাকবে জেলাগুলিতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে ৫-৬ দিনের শীতের এই দুরন্ত স্পেল চলবে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা হাড় কাঁপাবে। আপাতত বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। হু হু করে উত্তুরে হাওয়া দাপট বাড়াতে থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শহর থেকে জেলায় তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন জাঁকিয়ে শীতের পাশাপাশি সকালের দিকে কুয়াশার (Fog) দাপটও থাকবে।
আরও পড়ুন- Royal Bengal Tiger: একেবারে ঘরের দোরে প্রকাণ্ড বাঘ! দরজা এঁটে সিঁটিয়ে ছিলেন গ্রামবাসীরা! তারপর?
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আরও শীত পড়বে। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার দাপট চোখে পড়বে। এরই পাশাপাশি মালদহ, দুই দিনাজপুরেও ঘন কুয়াশা থাকবে।