সাতসকালেই রোদের কী তাপ! বেলা গড়াতে একেবারে যেন গলদঘর্ম অবস্থা। মাঝ-অক্টোবরে গরমের এমন উত্তাপ দেখে বোঝার উপায় নেই এ গ্রীষ্মকাল না কি শরৎকাল! গত কয়েকদিন ধরেই কার্যত পাততাড়ি গুটিয়েছে বৃষ্টি। তারপরই যেন তেড়েফুঁড়ে তেজ দেখাচ্ছে সূয্য়িমামা। গরমে কাহিল বাংলায় অবশ্য় খানিকটা স্বস্তির বার্তা শোনা যাচ্ছে হাওয়া অফিস থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও কাল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে,উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: মহানগরের রাজপথে ফিরল দোতলা বাস, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্য়ূনতম ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন