West Bengal Weather Forecast Today: কখনও ঝিরঝিরে বৃষ্টি তো আবার কখনও মিঠে রোদ, বাংলায় বর্ষার আকাশের ছবিটা এই মুহূর্তে ঠিক এটাই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহভর রাজ্য়ের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। উল্লেখ্য়, এদিনও কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহজুড়ে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহভর বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন: স্বস্তি! করোনাকে হারিয়ে বাংলায় একদিনে সুস্থ ৫৩৪
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২২.৪ মিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন