Advertisment

বিশ্বকর্মা পুজো থেকেই তুমুল দুর্যোগ? রইল আবহাওয়ার সাড়া জাগানো আপডেট

বিস্তারিতভাবে জেনে নিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather forecast today 17 september 2023

জেনে নিন আবহাওয়ার তোলপাড় ফেলা আপডেট।

Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরির মুখে নতুন ঘূর্ণাবর্ত। তারই জেরে আগামিকাল অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে পারে। একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা কিছুটা নামারও ইঙ্গিত স্পষ্ট।

Advertisment

আগামিকাল বিশ্বকর্মা পুজোয় তেড়ে বৃষ্টি?

সোমবারই বিশ্বকর্মা পুজো। এখনও পর্যন্ত হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে সোমবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হতে পারে। তবে আগামিকাল দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা আকাশ। তবে রবিবার কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ততই ভোগান্তি বাড়াবে। তবে আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড়সড় বদল চোখে পড়তে পারে।

আরও পড়ুন- ‘বাদাম বেচতে হবে’, দলেরই প্রবীণ নেতা সৌগতকে যা নয় তাই বললেন মদন…কেন?

আগামিকালই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত। তারই জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। কাল বিশ্বকর্মা পুজোর পর মঙ্গরলবার গণেশ পুজোর দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং-কালিম্পঙে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

weather update Rainfall in Bengal Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather
Advertisment