দিন কয়েকের স্বস্তি ক্ষণিকেই উধাও। ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফিরেছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। বেলা বাড়লেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া আরও বেশি নাজেহাল করতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। সময়ের চেয়ে এবার বেশ দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। তবে বর্ষা ঢুকলেও টানা বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। মাঝে দিন কয়েকের লাগাতার বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। তবে ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
আরও পড়ুন- ফের খুন, আবারও রক্তের ‘হোলি’ বাংলায়! এবার গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী ৫ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়াই বহাল থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উলটো ছবি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, দুই দিনাজপুরেও বৃষ্টি হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় মৌসমুী বায়ু। তারই জেরে উত্তরের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।