/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/cyclone-kolkata.jpg)
ফাইল ছবি।
West Bengal Weather Forecast Today: কাউন্টডাউন শুরু, ২৪ ঘণ্টার মধ্য়েই বাংলায় পা রাখতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হল। আজ ও কালের মধ্য়েই রাজ্য়ে বর্ষা আসতে পারে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার কার্যত স্বাভাবিক সময়েই এ রাজ্য়ে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিকে, বর্ষার আগমনে ভ্য়াপসা গরম থেকে স্বস্তি দিতে ইতিমধ্য়েই কলকাতা-সহ জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
বর্ষা আসার আগের মুহূর্তে এদিনও কলকাতা-সহ বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। দুপুরের পর রাজ্য়ের বিভিন্ন জেলায় এদিন মুষলধারে বৃষ্টি হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন