/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cold.jpg)
এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রার পারদ।
এক ধাক্কায় শহর কলকাতার পারদ নেমে গেল ১৭ ডিগ্রির ঘরে। সপ্তাহের প্রথম দিনের সকাল থেকে ঠাণ্ডার ভরপুর আমেজ কলকাতা জুড়ে। শুধু কলকাতা শহরই নয় ঠাণ্ডার রেশ বাড়তে শুরু করেছে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি ঠাণ্ডা দাপট বাড়াতে শুরু করেছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও।
রবিবার শহর কলকাতার তপমাত্রা নেমে গিয়েছিল ১৮-এর ঘরে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সেই তাপমাত্রা আরও কমে হল ১৭.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৩ ডিগ্রি কম। জোরালো ঠাণ্ডার অনুভূতি সোমবার সকালের কলকাতায়। তবে কি জাঁকিয়ে শীত দুয়ারে দাঁড়িয়ে? এব্যাপারে অবশ্য এখনই পাকাপাকি কোনও তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর। তবে নভেম্বরের দিন যত এগোবে ঠাণ্ডার দাপট ততই বাড়বে বলে ধারণা আবহাওয়াবিদদের একাংশের।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, সোমবার শিল্পনগরী আসানসোলের তাপমাত্রা নেমে গিয়েছে ১৫.৬ ডিগ্রিতে। একইভাবে বাঁকুড়ায় ১৪.৫ ডিগ্রি, বর্ধমানে ১৫ ডিগ্রি, কোচবিহারে ১৬ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হু হু ঠাণ্ডায় কাঁপছে পাহাড়ের রাণী দার্জিলিং। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ৮.২ ডিগ্রি। কালিম্পঙের তাপমাত্রা ১২.৮ ডিগ্রি। মোটের উপর জেলাগুলিতে পারদ পতন অব্যাহত।
আরও পড়ুন- শুভেন্দুকে সামলাতে অভিনব পন্থা তৃণমূলের, কৌশল ফাঁস করলেন কুণাল
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। আহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। কলকাতা শহরে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ধারে-কাছেই থাকবে বলবে মনে করা হচ্ছে। সকালের দিকে ঠাণ্ডার অনুভূতি বাড়লেও বেলা বাড়তেই সেই দাপট কমবে। ফের সন্ধের দিকে ঠাণ্ডার অনুভূতি ফিরবে।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ পতনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই পূর্বাভাস সত্যি করে সপ্তাহের প্রথম দিনেই এক ধাক্কায় ১৭ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে হাড়কাঁপানো শীত পড়তে এখনও ঢের দেরি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।