Kolkata Weather Update: দক্ষিণে বৃষ্টি ব্রেক কষতেই বাড়ছে গরম, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট!

West Bengal weather forecast July 18, 2025: গত কয়েকদিন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। নিম্নচাপের বৃষ্টি দেখেছে উত্তরবঙ্গের জেলাগুলিও।

West Bengal weather forecast July 18, 2025: গত কয়েকদিন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। নিম্নচাপের বৃষ্টি দেখেছে উত্তরবঙ্গের জেলাগুলিও।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: কলকাতায় শুক্রবার সকাল থেকেই ভ্য়াপসা গরমের অনুভূতি।

IMD West Bengal weather July 18:নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি চলেছে গত কয়েকদিন। আপাতত দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি নিয়েছে বৃষ্টি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কমার কথা জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির দাপট কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত রাজ্যের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। বৃষ্টির কমতেই দক্ষিণবঙ্গের জেলাগুলি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। 

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতা শহরে ভ্যাপসা গরম অনুভূত হবে। বৃষ্টি কম কমে যাওয়ায় মহানগরীর তাপমাত্রাও খানিকটা বাড়তে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। 

Advertisment

আরও পড়ুন- Calcutta HC On 21 July: ২১ জুলাই মুখোমুখি মমতা-শুভেন্দু! ধর্মতলায় শহীদ সমাবেশে বিধিনিষেধ আরোপের ভাবনা হাইকোর্টের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শুক্রবার কম-বেশি বেশি বৃষ্টি চললেও কাল অর্থাৎ শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। সেই সঙ্গে কাল ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও। রবিবারও তেড়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

আরও পড়ুন- Candidate Announcement:'২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীর নাম ঘোষণাই করে দিল তৃণমূল?

Kolkata Weather Bengal Weather Alipore Weather Office