পূর্বাভাস মতোই আবহাওয়ার বদল চোখে পড়তে শুরু করে দিল। বুধবারের চেয়ে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় ১৯ ডিগ্রির ঘরে। বেড়েছে দিনের তাপমাত্রাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে শহর কলকাতা থেকে শুরু করে জেলাগুলিতেও রাতের তাপমাত্রা আরও বেড়ে যাবে। ক্রমশ আরও ফিকে হতে শুরু করবে শীতের আমেজ।
শীতজাপন আর মেরেকেটে কয়েকদিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল ১৯ ফেব্রুয়ারির পর থেকে রাতের তাপমাত্রার পাশাপাশি দিনের তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে। ক্রমশ বাড়বে গরমের অনুভূতিো। এমনকী দিন তিনেকের মধ্যেই কলকাতায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে চলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। মোটের উপর শীতের এই হালকা অনুভূতিও শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বলেই মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন- এ কী কাণ্ড, পালা করে স্কুলের ঘন্টা পেটাচ্ছেন শিক্ষকরা
দিনের সঙ্গে রাতের তাপাত্রাও বেড়ে চলার জেরে ক্রমশ একেবারে ফিকে হয়ে যাবে শীতের মেজাজ। এদিকে, কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় আজ কুয়াশার ভালোমতো দাপট লক্ষ্য করা গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতা ছাডা়ও দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার সেই দাপট থাকবে।
তবে বেলা বাড়লে রোদের আলোয় সরে যাবে কুয়াশার সেই চাদর। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ নতুন করে আর শীত পড়ার কোনও সম্ভাবনাই নেই। দিন যত এগোবে ততই শীতের হালকা মেজাজও ফিকে হয়ে বাড়তে শুরু করে গরমের অনুভূতি।