ফের ঊর্ধ্বমুখী পারদ। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে লাগে! কোথায় কি! ভরা মাঘেও শীতের কামড় উধাও। তবে কি পাততাড়ি গোটাতে শুরু করে দিল এমরশুমের শীতকাল? এখনই এমন আশঙ্কার কোনও কারণ নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত দিন কয়েক আবহাওয়া এমনই থাকলেও আগামী সপ্তাহের শুরু থেকে ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজ ও কাল রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
গত ১০ বছরে এবারই প্রথম উষ্ণতম মকর সংক্রান্তি দেখেছে বাংলা। সংক্রান্তির পর থেকে হাড়কাঁপুনি ঠান্ডা এখনও অনুভূত হয়নি। বরং তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- পঞ্চায়েতের আগেই বোধহয়! সংখ্যালঘুদের কি বার্তা মিঠুন, সুকান্তর?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এই দু'দিন উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাতেও।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট না থাকলেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দারুণ ঠান্ডা পড়েছে। পাহাড়নগরী দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঠান্ডার জোরালো দাপট লক্ষ্য করা যাচ্ছে। হাড়কাঁপুনি শীত কোচবিহারেও।