/indian-express-bangla/media/media_files/2024/11/09/PZVRfACMX9lNFHYCuGps.jpg)
Bengal Weather Update: প্রতীকী ছবি।
IMD Weather Update Today February 22: টানা দু'দিন পরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের। শুধু দক্ষিণবঙ্গেই নয়, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ এবং আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতার ওয়েদার আপডেট
ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বিকেলের পর কলকাতা শহরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি শহর কলকাতায় ঝড়ের দাপটও দেখা যেতে পারে। সব মিলিয়ে উইকেন্ডে দুর্যোগের সম্ভাবনা কলকাতায়।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া রয়েছে। আপাতত জেলায়-জেলায় সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Malda News: 'ডি কোম্পানি'র নামে তোলা চেয়ে ফোন, না দিলে খুনের হুমকি দাপুটে তৃণমূল নেতাকে