শীত পাট চুকিয়েছে। এবার বাড়ছে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জোগুলিতে আপাতত দিন পাঁচেক বৃষ্টির সম্ভাবনা নেই। বরং গরমের প্রকোপ বাড়তে পারে। আপাতত টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও-কোনও জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও।
এবছরের মতো বিদায় নিয়েছে শীত। এবার দিন যত এগোবে গরমও ততই বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প ঢুকছে।
আরও পড়ুন- Madhyamik 2023: আজ শুরু মাধ্যমিক, পড়ুয়া-জীবনের প্রথম বড় পরীক্ষায় বেনজির সুরক্ষা
তারই জেরে কয়েকদিন কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে এই পরিস্থিতি দিনভর থাকবে না। বেলা বড়লেই ফের পরিস্থিতি স্বাভাবিক হবে। শহর কলকাতার তাপমাত্রা বাড়বে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সব জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কিছু অংশে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও কোনও এলাকায় আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন সিকিমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।