Advertisment

Kolkata Weather Today: পিছু ছাড়ছেই না দুর্যোগ! দোলের দিনেও বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: ভরা বসন্তেও পিছু ছাড়ছে না দুর্যোগ। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। দুর্যোগের হাত ধরেই বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা। এমনকী গত দিন তিনেক আগে হালকা ঠান্ডার পরশও মিলেছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ঘরে-ঘরে সর্দি-কাশির সমস্যাও বাড়ছে। কাল দোল। দোলের দিনেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

IMD Weather Update Today March 24: কাল দোল (Dol Utsav)। বসন্ত উৎসবে (Basanta Utsav) মাতবে বাংলা। এরই মাঝে ফের একবার দুর্যোগের ভ্রুকুটি। দোলের দিনেও ভিজতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ ২৪ মার্চ রবিবার এবং আগামিকাল দোলের দিন ২৫ মার্চ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে চলতে পারে এই বৃষ্টি। বৃষ্টির দাপটও তেমন জোরালো হবে না। হালকা বৃষ্টি হতে পারে জেলায়-জেলায়। আজ বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। এরই পাশাপাশি আগামিকাল ২৫ মার্চ অর্থাৎ দোলের দিনেও বীরভূম, মুর্শিদাবাদ, মালদায় হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতার ওয়েদার আপডেট…

কলকাতা শহরে রবিবার দিনভর মূলত পরিস্কার আকাশ থাকবে। আপাতত তিলোত্তমা মহানগরীতে মনোরম আবহাওয়া (Weather) রয়েছে। আগামিকাল দোলের দিনেও কলকাতার আবহাওয়ায় বিশেষ হেরফের হবে না। আজ ও কাল কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে মঙ্গলবারের পর মহানগরীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- CPIM 2nd Candidate List 2024: ২য় দফায় মাত্র ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, আসন-রফায় জট স্বীকার বিমানের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে পিছু ছাড়বে না বৃষ্টি। আজ থেকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও।

আরও পড়ুন- Mahua Moitra: আরও বিপাকে তৃণমূলের মহুয়া মৈত্র! এবার কৃষ্ণনগরে সিবিআই

কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামী ১ সপ্তাহ উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে বেশ কয়েকটি জেলায়।

Dol Utsav 2024 weather update Kolkata Weather Weather Report Weather Forecast
Advertisment