Kolkata Weather Today: সূর্য এবার আগুন ঢালবে, তীব্র গরমে ছারখার হবে কলকাতা থেকে জেলা, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

IMD Weather Forecast Update: চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই আগুন ঢালছে সূর্য। আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত। কোনও কোনও জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

IMD Weather Forecast Update: চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই আগুন ঢালছে সূর্য। আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত। কোনও কোনও জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update: আবহাওয়ার পূর্বাভাস

সূর্য এবার আগুন ঢালবে, তীব্র গরমে ছারখার হবে কলকাতা থেকে জেলা, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

IMD Weather Update Today March 25:চৈত্র মাসের বৃষ্টিতে বঙ্গের আবহাওয়ায় বডসড় বদল চোখে পড়েছিল। হঠাৎ করে সকাল-সন্ধেয় হালকা শীতের অনুভূতি মিলতে শুরু করেছিল জেলা-জেলায়। তবে চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই আগুন ঢালছে সূর্য। আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত। 

Advertisment

সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়েছে। রাজ্যের দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

সামনে এল আর জি কর কাণ্ডে ধর্ষণ-খুনের আসল 'মোটিভ', 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল রাজ্য

গত কয়েকদিনে কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তারই জেরে স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছিল মহানগরীর পারদ। তবে সপ্তাহের প্রথম দিন থেকে শহর কলকাতাতেও তাপমাত্রা চড়তে শুরু করেছে। আজ আরও খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা শহরে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisment

উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তারই জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খানিকটা কমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। 

weather IMD Kolkata IMD