IMD Weather Update Today March 3: মোটের উপর গোটা রাজ্যেই মনোরম আবহাওয়া (Weather)। তবে দুর্যোগ যেন পিছু ছাড়ছেই না। আজ রবিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস আবহাওয়া দফতরের (Rainfall Update)। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়। রবিবার তিলোত্তমা মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে রবিবার বেলা বাড়লেই আবহাওয়ার মতি-গতিতে বড়সড় বদল আসতে চলেছে রাজ্যে। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি। শিলাবৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। এছাড়াও বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলতে পারে ঝড়-বৃষ্টির দাপট। এমনকী কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা প্রবল। বিশেষ করে আজ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ঝড়-বৃষ্টির দাপট থাকতে পারে বেশি। এছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যদিও আপাতত মনোরম আবহাওয়াই থাকবে জেলায়-জেলায়।
আরও পড়ুন- PM Modi Krishnanagar Rally: ‘অপরাধীই এখানে ঠিক করে কবে ধরা দেবে’, সন্দেশখালি ইস্যুতে ফের সোচ্চার মোদীর
কলকাতার ওয়েদার আপডেট…
রবিবার শহর কলকাতাতেও (Kolkata) রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বেলা বাড়লে হালকা বৃষ্টি হতে পারে শহরের বেশ কয়েকটি জায়গায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনাও রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভবানা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের (North Bengal) দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের (Kalimpong) উঁচু এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ওই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ দমকা হাওয়া বইতে পারে।