IMD Weather Update Today 6 March: ভরা ফাগুনে যেন ম্যাজিক দেখাচ্ছে আবহাওয়া! একদিকে রাতের তাপমাত্রা কমছে, আর দিনে তাপমাত্রার বৃদ্ধিতে গরমের অনুভূতি বাড়ছে। রাজ্যজুড়ে মোটের উপর আবহাওয়া একই রকম আবহাওয়া রয়েছে। তবে এরই মধ্যে একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন কয়েক শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে। সেই সঙ্গে আরও তীব্র হতে পারে গরমের অনুভূতি।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতা শহরেও রয়েছে মনোরম আবহাওয়া। চলতি সপ্তাহে তিলোত্তমা মহানগরীতেও আবহাওয়ার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আগামী সপ্তাহ থেকে কলকাতা শহরেও গরম বাড়তে পারে। মহানগরীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- The India Post scam: পোস্ট অফিসের স্কিমে রাখা লক্ষ লক্ষ টাকা গায়েব, কোথায় গলদ, তদন্তে CID
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি আগামিকাল ও পরশু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
আরও পড়ুন- Ranaghat Ashmika Spinal Muscular Atrophy: একরত্তির প্রাণ বাঁচাতে ত্রাতার ভূমিকায় অভিষেক? অস্মিকার পরিবারকে কী আশ্বাস 'যুবরাজের'?