Advertisment

Kolkata Weather Today: ঠান্ডা হাড় কাঁপাচ্ছে কলকাতায়! তবে কি শীতের বিদায় আসন্ন? জানুন টাটকা আপডেট

IMD Weather Forecast Update: শুধু কলকাতা শহরেই নয়, রাজ্যের সর্বত্র শীতের প্রবল দাপট। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল শীত পড়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দার্জিলিঙে দফায় দফায় বরফ পড়ছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও প্রবল শীত। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও সব জেলাতেই ঠান্ডার প্রবল দাপট রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Image Alt- Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today January 23: কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা (Kolkata)। পশ্চিমের জেলাগুলিতেও মারকাটারি শীত। পুরুলিয়া-বাঁকুড়ার ঠান্ডা দার্জিলিং, কালিম্পঙের কথা মনে করাচ্ছে। রবিবারই কুয়াশার চাদর সরে যায় কলকাতা থেকে। তারপরেই আরও নেমে যায় পারদ। সোমবার ছিল এমরশুমে শহর কলকাতার সবচেয়ে শীতলতম দিন। কলকাতায় এমন ঠান্ডা দেখে মনে এখন একটাই প্রশ্ন, শীতের বিদায় কি আসন্ন?

Advertisment

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সোমবার থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায়। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে তিলোত্তমা মহানগরীর অলি-গলিতে। বুধবার থেকে আবার বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে (Sikkim) তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। যার ব্যাপক প্রভাব পড়বে দার্জিলিং-সহ (Darjeeling) পাহাড়ের বাকি অঞ্চলে। উঁচু পার্বত্য এলাকায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে।

আরও পড়ুন- Kolkata Weather Today: মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়, শহরের তাপমাত্রা কত হল?

এদিকে, কলকাতায় জানুয়ারির শেষেও শীতের জোরালো দাপট। তবে কি শীত এমন ভয়াল মেজাজ দেখিয়ে ধীরে ধীরে হাত গোটাচ্ছে? এপ্রশ্নের তেমন স্পষ্ট উত্তর দিতে পারেনি আবহাওয়া দফতর। তবে আগামী শুক্রবার পর্যন্ত ঠান্ডার এই পরিবেশ থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শুধু কলকাতা নয়, আগামী শুক্রবার পর্যন্ত আপাতত গোটা রাজ্যেই শীতের এমন প্রবল দাপট দেখা যাবে।

আরও পড়ুন- Netaji Subhas Chandra Bose Birthday: কলকাতার ঢিল ঢোঁড়া দূরত্বে এপ্রান্ত, ইংরেজদের নজর এড়িয়ে এখানেই বহু গুপ্তসভা করেছেন নেতাজি

Weather Report weather update weather today
Advertisment