IMD Weather Update Today April 8:ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-জলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
এই পর্বে আজ থেকে শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, এই ঝড়-জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমতে পারে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন- LPG Price Hike: জ্বালানির জ্বালায় ওষ্ঠাগত প্রাণ, আম আদমিকে ছ্যাঁকা দিয়ে বাড়ল গ্যাসের দাম
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও সকালের দিকে মনোরম আবহাওয়া। ব্যস্ত মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত কলকাতায় তীব্র অসহনীয় গরমের পরিস্থিতির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- SSC Recruitment Case Verdict:সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালেই 'বিকল্প ব্যবস্থা', চাকরিহারাদের 'সোনার আশ্বাস' মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এই পর্বে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।