IMD Weather Update Today March 9: ভরা ফাল্গুনে ঠান্ডার আমেজ। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। সকাল ও সন্ধেয় রীতিমতো শীতের পরশ মিলছে শহর থেকে জেলায়।
ভরা ফাল্গুনে আবহাওয়ার এমন পরিবর্তন শেষ কবে দেখেছেন বঙ্গবাসী তা মনে পড়ছে না। সকাল-সন্ধেয় রীতিমতো ঠান্ডার আমেজ রাজ্য জুড়ে। দুপুরে সামান্য গরমের অনুভূতি মিললেও, বিকেল নামতেই পাল্টে যাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দিন দুয়েক তাপমাত্রার বিশেষ একটা হেরফের হবে না। তবে আগামী সপ্তাহ থেকে চড়বে পারদ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ যেন শীতের আমেজ। বিশেষ করে সকাল এবং সন্ধ্যের পর থেকে রীতিমতো ঠান্ডার অনুভূতি মিলছে শহর থেকে জেলা সর্বত্র। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। তবে তারপর থেকে পারদ চড়তে শুরু করবে। এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। তবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার ওয়েদার আপডেট
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি শহর কলকাতাতেও নেমেছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টায় তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে তারপর থেকে মহানগরীতেও তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে, বাড়বে গরমের অনুভূতি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি পর্ব চলবে আরও বেশ কয়েকদিন।