West Bengal Weather Forecast Today 10 January 2025: হাড়কাঁপানো শীত রাজ্যজুড়ে। গতকালই কলকাতার পারদ নেমে গিয়েছিল ১৩ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনই অন্তত আগামী ৪৮ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সুতরাং এই পর্বে আরও দু'দিন রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের ভরপুর আমেজ মিলবে। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির হাত ধরেই রেকর্ড ঠান্ডা বঙ্গে? এসব নিয়েই রইল আজকের ওয়াদের আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গের সব জেলায়। আপাতত আগামী দু'দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সুতরাং আগামী ৪৮ ঘন্টা হাড়কাঁপানো ঠান্ডার ভরপুর আমেজ থাকবে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলায়। তবে দু'দিন পর থেকে তাপমাত্রা ফের চড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা।
কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather Update)
জাঁকিয়ে শীত শহর কলকাতাতেও। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে নেমেছিল। আজ শুক্রবারেও একই তাপমাত্রা থাকতে পারে মহানগরীতে। তবে দিন দু'য়েক পর থেকে কলকাতা শহরের তাপমাত্রার পারদও ফের চড়তে পারে।
আরও পড়ুন-Mamata Banerjee inaugurates E-Vessel: ভারতে প্রথম, কলকাতায় গঙ্গাবক্ষে চলবে E-Vessel, উদ্বোধন মমতার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও জামাটি ঠান্ডা। জাঁকিয়ে ঠান্ডার মধ্যেই দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছএ পর্যটকের দল। পাহাড়ের দিকে দিকে পর্যটন কেন্দ্রগুলিতে এখন ঠাসা ভিড়। এরই মধ্যে ফের একবার তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে পাহাড়নগরী দার্জিলিঙে। আগামী ১৩ জানুয়ারি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।