Advertisment

tmc leaders gets police protection: মালদাকাণ্ডের পর আর 'রিস্ক' নয়! তড়িঘড়ি তৃণমূলের তিন দাপুটে নেতাকে পুলিশি সুরক্ষা

tmc leaders of asansol gets police protection: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর সাবধানী প্রশাসন। এবার তিন তৃণমূল নেতাকে পুলিশি সুরক্ষা দেওয়া হল।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

tmc leaders of asansol gets police protection: শিল্প শহর আসানসোলের তিন তৃণমূল নেতাকে পুলিশি নিরাপত্তা।

3 tmc leader of asansol gets police protection: মালদাকাণ্ডের পর আর কোনও ঝুঁকি নিতে চায় না তৃণমূল। এবার বেছে বেছে দলের দাপুটে নেতাদের পুলিশি সুরক্ষা দেওয়া শুরু। আসানসোলের তিন তৃণমূল নেতাকে পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে। শিল্প শহরে ইদানিং বালি এবং জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। তারই জেরে শাসকদলের এই নেতাদের ওপর হামলার আশঙ্কাও তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। সেই কারণেই তাঁদের পুলিশি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Advertisment

এবার পুলিশি সুরক্ষা পেলেন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ। আপাতত একজন করে পুলিশকর্মী এদের সঙ্গে থাকছেন। 

প্রশাসনের তরফে নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে তৃণমূলের রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য অশোক রুদ্র ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "একটা সময় আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে ২ বছর আগে তুলে নেওয়া হয়। এখন ফের সুরক্ষা বাড়িয়েছে। ৭ তারিখ থেকে একজন করে সুরক্ষাকর্মী সঙ্গে রয়েছেন। বিষ্ণুদেও নুনিয়া ও পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকেও নিরাপত্তা দেওয়া হয়েছে।"

আরও পড়ুন- West Bengal News Live:মালদায় দুলাল খুনে ধৃত নরেন্দ্রনাথকে বহিষ্কার তৃণমূলের, ক্ষমতার লোভে 'শত্রুতা' তত্ত্ব জোরালো

Advertisment

উল্লেখ্য, সম্প্রতি মালদায় খুন হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার (Dulal Sarkar)। দুলাল সরকার ওরফে বাবলা খুনে দলেরই গোষ্ঠী কোন্দল রয়েছে বলে চর্চা ছড়িয়েছে। সেই সঙ্গে জমিজমা এবং প্রোমোটিংজনিত কারবারেরও প্রসঙ্গ উঠেছে। দুলাল সরকার খুনে গ্রেপ্তার হয়েছে মালদা শহর তৃণমূলের সভাপতি তথা দলের হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তার ঘনিষ্ঠ স্বপন শর্মাও গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুন- Best Places to Visit Bengal in January: ভরা শীতে বেড়াতে যাবেন? রইল বাংলার তাকলাগানো ৫ পর্যটন কেন্দ্রের হালহদিশ

এছাড়াও এই হত্যাকাণ্ডে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও দুই অভিযুক্ত অধরা। তাদের খোঁজে এরাজ্যের পাশাপাশি ভিনরাজ্যেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন- Success Story: 'ভারতশ্রেষ্ঠ' হওয়ার অভূতপূর্ব সম্মান পঞ্চম সিন্ধু জয়ী সায়নীর, বঙ্গতনয়ার বেনজির কীর্তি চর্চায়

Bangla News tmc news of west bengal news in west bengal asansol Bengali News Today
Advertisment